সময়ের কয়েক মাস আগেই উন্মোচন
ফেব্রুয়ারিতেই আসতে পারে গুগলের সাশ্রয়ী দামের পিক্সেল ১০ এ
টেক স্ক্রল
প্রকাশ: ১৮:০৬, ১৮ জানুয়ারি ২০২৬
ফেব্রুয়ারিতেই আসতে পারে পিক্সেল ১০ এ
কিছুটা কম দামের ‘এ’ সিরিজের ফোন সাধারণত বছরের মাঝামাঝি সময়ে উন্মোচন করে গুগল। তবে এই ধারায় এবার পরিবর্তন আনতে যাচ্ছে পিক্সেল ১০ এ। বিশ্লেষকদের হিসাবে আগামী মাস ফেব্রুয়ারিতেই উন্মোচন হতে পারে ফোনটি। এই ধারণায় একধাপ এগিয়ে প্রযুক্তি বিষয়ক পোর্টাল ড্রয়েড-লাইফ। তারা বলছে, উন্মোচনের সম্ভাব্য তারিখ হতে পারে ১৭ ফেব্রুয়ারি।
প্রথমবার বইয়ের মতো ভাঁজ করা ফোন আনছে মটোরোলা
এর ঠিক আগের মডেল পিক্সেল ৯এ, ২০২৫ সালের এপ্রিলে বাজারে ছাড়া হয়েছিল। এই হিসাব বিবেচনা করলে, বেশ তাড়াতাড়িই আসতে যাচ্ছে পিক্সেল ১০ এ। ধারণা করা হচ্ছে, এতে আগের মডেলগুলোর চেয়ে বেশি স্টোরেজ থাকবে, আর রঙও হবে নতুন। ফোনটিতে ১২৮ জিবি ও ২৫৬ জিবি দুই ধরনের স্টোরেজ সুবিধা থাকতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
পিক্সেল ১০ এ অবসিডিয়ান, ফগ, ল্যাভেন্ডার ও নতুন সংযোজন বেরি রঙে পাওয়া যাবে। ‘বেরি’ লালচে টোনের হতে পারে।
নকশা ও স্পেসিফিকেশনে পিক্সেল ৯ এ-এর ছাপ দেখা যাবে। থাকতে পারে ৬ দশমিক ২৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। পেছনে ডুয়াল ক্যামেরা থাকবে, যার মূলটি হবে ৪৮ মেগাপিক্সেলের। সাথে থাকবে ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স। সামনের ক্যামেরা হবে ১৩ মেগাপিক্সেলের।
পিক্সেল এ ১০ এর ব্যাটারি হবে ৫ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ারের। সম্ভবত আগের পিক্সেল ৯ এ-তে ব্যবহৃত টেনসর জি-ফোর প্রসেসরই এবারও ব্যবহার করা হতে পারে। দামের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য মেলেনি।
সূত্র: ইন্ডিয়া টুডে
