সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

| ৫ মাঘ ১৪৩২

অপো রেনো১৫ সিরিজ

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে কক্সবাজারে উন্মোচন

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৯:৪৩, ১৯ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:৪৪, ১৯ জানুয়ারি ২০২৬

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে কক্সবাজারে উন্মোচন

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে কক্সবাজারে উন্মোচিত হলো অপো রেনো১৫ সিরিজ ফাইভজি

 

কক্সবাজারেন ১২০ কিলোমিটার দীর্ঘ  উপকূলরেখা উন্মুক্ত ও  বিশালতার প্রতীক, যা অপোর নতুন ডিভাইসটির উন্নত ইমেজিং সক্ষমতার সাথে মিলে যায় জানিয়ে প্রতিষ্ঠানটি বলছে,  কীভাবে রেনো১৫ সিরিজ ফাইভজি ব্যবহারকারীদের তাদের চারপাশের পরিবেশ, গভীর আবেগ ও আনন্দময় মুহূর্তগুলোকে আরও বড় পরিসরে ডিজিটাল গল্পে রূপান্তর করবেন সেটিই এখানে তুলে ধরা হয়।

এর অভিজ্ঞতা ভাগাভাগি করতে অপো বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সাথে  অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে। এর ফলে অপো রেনো১৫ সিরিজ ফাইভজির মাধ্যমে বাংলাদেশকে নতুন করে  তুলে ধরা হবে। সমুদ্র সৈকত থেকে পাহাড় এবং ঐতিহাসিক নিদর্শন থেকে শুরু করে শহুরে দৃশ্য, যাই হোক না কেন, অপো  ব্যবহারকারীদের বিস্তৃত লেন্সের মাধ্যমে তাদের ভ্রমণকাহিনী শেয়ার করতে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক প্রযুক্তির মাধ্যমে সুযোগ ও শিক্ষা প্রসারের ধারণা তুলে ধরেন। ইংরেজি শিক্ষিকা ও কন্টেন্ট ক্রিয়েটর মুনজেরিন শহীদ আত্মবিশ্বাস ও যোগাযোগের গুরুত্ব বুঝিয়ে বলেন। পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা আদনান আল রাজীব দেখিয়েছেন কীভাবে মোবাইল ডিভাইস এখন পেশাদার মানের গল্প তৈরিতে সহায়তা করছে। আর কন্টেন্ট ক্রিয়েটর ও কমেডিয়ান রাফসান সাবাব তরুণ প্রজন্মের সৃজনশীলতার দিকগুলো উপস্থাপন ধরেন। 

অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রধান আকর্ষণ--এর ক্যামেরা সিস্টেম, যা মূলত ‘লাইভ ওয়াইড’ স্লোগানকে বাস্তবে করেছে । এতে রয়েছে ‘গোল্ডেন সেলফি অ্যাঙ্গেল’, যা ১০০ ডিগ্রি ফিল্ড অব ভিউসহ ০.৬এক্স আল্ট্রা-ওয়াইড ফ্রন্ট ক্যামেরা দিয়ে পরিচালিত। এটি ছবিতে চেহারাকে স্বাভাবিকভাবে সুন্দর রাখার পাশাপাশি, চারপাশের পরিবেশকে আরও বেশি করে ফ্রেমে ধারণ করে।

সেলফির বাইরে অপো রেনো১৫ সিরিজ ফাইভজিতে রয়েছে ৩.৫x টেলিফটো ভাইব পোর্ট্রেট, যা গভীরতা ও সিনেমাটিক ফিচারসহ পোর্ট্রেট তুলতে সক্ষম। পাশাপাশি, এতে এআই পোর্ট্রেট গ্লো ফিচারের মাধ্যমে যেকোনো আলোতে মুখের ডিটেইলস আরও নিখুঁত হয়ে ওঠে। ভিডিও নির্মাতাদের জন্য এতে রয়েছে ৪কে এইচডিআর আল্ট্রা-স্টেডি ভিডিও সুবিধা, যা হাঁটাচলার সময়ও অত্যন্ত স্থিতিশীল এবং প্রাণবন্ত ভিডিও নিশ্চিত করে।

 অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, অপো রেনো১৫ সিরিজ ফাইভজি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ব্যবহারকারীরা প্রতিটি ফ্রেমে তাদের বিশ্বকে আরও বেশি করে ধারণ করতে পারেন। 

অপো রেনো১৫ ফাইভজি (১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি রম) বাজারে পাওয়া যাচ্ছে অরোরা হোয়াইট ও টোয়াইলাইট ব্লু রঙে, যার দাম ৭৯,৯৯০ টাকা মাত্র। অপো রেনো১৫ এফ ফাইভজি (৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি রম) পাওয়া যাচ্ছে অরোরা ব্লু ও টোয়াইলাইট ব্লু রঙে, যার দাম ৫৪,৯৯০ টাকা মাত্র। এছাড়াও, অপো প্যাড এসই (৬ জিবি + ১২৮ জিবি) পাওয়া যাচ্ছে ৩১,৯৯০ টাকায় এবং অপো প্যাড ৩ (৮ জিবি + ২৫৬ জিবি) এর দাম নির্ধারণ করা হয়েছে ৫৯,৯৯০ টাকা মাত্র।
৩১ জানুয়ারি পর্যন্ত ক্রেতারা  রেনো১৫ সিরিজ ফাইভজি কিনলে  নিশ্চিত উপহার হিসেবে টিডব্লিউএস ইয়ারবাডস এবং ২ হাজার  টাকা পর্যন্ত গোজায়ান ট্রাভেল কুপন পাবেন। পাশাপাশি, নির্ধারিত ১৪টি ব্যাংকের মাধ্যমে ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা অথবা টপপের মাধ্যমে মাত্র ২ হাজার ৮১৫ টাকা মাসিক কিস্তিতে ফোনটি কিনতে পারবেন। ১ বছরের ফ্রি স্ক্রিন প্রোটেকশন প্ল্যান, ১ বছরের বর্ধিত ওয়ারেন্টি এবং অপোর নতুন বছরের মেগা লটারি অফারের মাধ্যমে দারুণ সব পুরস্কার জেতার সুযোগও থাকছে।

সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন