শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

| ২৯ কার্তিক ১৪৩২

নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা

‘জিপি শিল্ড’ চালু করলো গ্রামীণফোন

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৫:৪৩, ১৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৫:৫৯, ১৩ নভেম্বর ২০২৫

‘জিপি শিল্ড’ চালু করলো গ্রামীণফোন

ছবি: ইমপ্যাক্ট পিআর

গ্রাহকদের ম্যালওয়্যার, র‍্যানসমওয়্যার এবং ফিশিং আক্রমণসহ ক্রমবর্ধমান অনলাইন হুমকি থেকে সুরক্ষা দিতে ‘জিপি শিল্ড’ চালু করলো দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। এটি সিসকো-চালিত পরবর্তী প্রজন্মের ডিএনএস-লেয়ার সিকিউরিটি সল্যুশন।

বাংলাদেশে ডিজিটাল জীবনধারার প্রসারের সাথে সাথে ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ক্রমশ ক্ষতিকর লিংক, ডেটা চুরি ও অনলাইন প্রতারণার ঝুঁকির মুখে পড়ছে। গ্রামীণফোনের নেটওয়ার্কে সিসকোর সেরা থ্রেট ইন্টেলিজেন্স যুক্ত করে এই ক্রমবর্ধমান হুমকি মোকাবেলা করবে জিপি শিল্ড। এজন্য কোনো অ্যাপ ইনস্টল, ডাউনলোড বা ডিভাইস স্টোরেজ ছাড়াই রিয়েল-টাইম সাইবার সুরক্ষা উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। ফলে নিরাপদ ব্রাউজিং হয়ে উঠবে সহজলভ্য ও নির্বিঘ্ন।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান বলেন, গ্রাহকদের শক্তিশালী সংযোগ প্রদানের পাশাপাশি তাদের জন্য নিরাপদ অনলাইন নিশ্চিত করাটাও গুরুত্বপূর্ণ। গ্রাহকরা আমাদের ওপর যে আস্থা রেখেছেন জিপি শিল্ড সেই আস্থা রক্ষারই প্রতিফলন। তাই নিরাপত্তাকে ব্রাউজিং অভিজ্ঞতার অংশ হিসেবে গণ্য করেছি। আমরা চাই, সিসকোর বৈশ্বিক দক্ষতা এবং গ্রামীণফোনের শক্তিশালী নেটওয়ার্কের সমন্বয়ে প্রতিটি গ্রাহক যেন আত্মবিশ্বাসের সাথে অনলাইনে অনুসন্ধান, শিক্ষা গ্রহণ ও যুক্ত থাকতে পারেন।

গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ বলেন, ডিজিটাল অগ্রগতি ও ডিজিটাল নিরাপত্তা পাশাপাশি চলা উচিত। ’জিপি শিল্ড’ আমাদের দায়িত্বের পরিধিকে কেবল সংযোগের মধ্যেই সীমাবদ্ধ রাখছে না, বরং তা সুরক্ষা ও আস্থার দিকে সম্প্রসারিত করছে। এটি ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাকে নিরাপদ করে তুলবে যাতে ক্ষতিকর লিংকগুলো ব্যবহারকারীর কাছে পৌঁছানোর আগেই বন্ধ হয়ে যায়। এটি বাংলাদেশের নাগরিক ও ব্যবসায়ীদের আত্মবিশ্বাসের সাথে ডিজিটাল জগতে এগিয়ে যেতে সহায়তা করবে।

জিপি শিল্ড'র লক্ষ্য হচ্ছে গ্রামীণফোনের নেটওয়ার্কে সাইবার সুরক্ষা নিশ্চিত করা। সেই লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা ক্যাম্পেইনটির বার্তা হচ্ছে “প্রবেশ নিষিদ্ধ: আপনার নয়, ক্ষতিকর ভাইরাস ও ভুয়া লিংকের”, যা ডিজিটাল অভিজ্ঞতা সুরক্ষায় গ্রামীণফোনের প্রতিরোধমূলক উদ্যোগের প্রতিফলন।

গ্রাহকরা এখন মাই জিপি অ্যাপের মাধ্যমে মাসিক ৫০ টাকা বা বাৎসরিক ৫০০ টাকার বিনিময়ে জিপি শিল্ড সাবস্ক্রাইব করতে পারবেন। সহজ পেমেন্ট সুবিধা, সিসকোর বিশ্বস্ত ও বৈশ্বিক মানের সাইবার নিরাপত্তা ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় নেটওয়ার্ক-লেভেল সুরক্ষার মাধ্যমে বাংলাদেশের সর্বাধুনিক টেলকো-ইন্টিগ্রেটেড অনলাইন সিকিউরিটি সল্যুশন হিসেবে চালু হলো জিপি শিল্ড। এটি কোটি কোটি মানুষকে আত্মবিশ্বাসের সাথে ব্রাউজ, লেনদেন ও সংযোগ স্থাপনে সহায়তা করবে।

শুধু সংযোগ ও দ্রুতগতির ইন্টারনেট নয়, বরং নিরাপদ ও বিশ্বস্ত ডিজিটাল সংযোগ নিশ্চিত করতে সংকল্পবদ্ধ গ্রামীণফোন; সেই ধারাবাহিক অগ্রযাত্রায় জিপিশিল্ড একটি মাইলফলক।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন