শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

| ২৬ অগ্রাহায়ণ ১৪৩২

এনইআইআর চালু ১৬ ডিসেম্বর, মার্চ পর্যন্ত নিবন্ধন চলবে

পুরনো মডেলের যে ফোন আমদানি হবে, তার তালিকা আজই

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১২:১৩, ১১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:৩৪, ১১ ডিসেম্বর ২০২৫

পুরনো মডেলের যে ফোন আমদানি হবে, তার তালিকা আজই

ছবি সৌজন্য, সেন্টারপিস

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর চালু হচ্ছে ১৬ ডিসেম্বর।  তবে, অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধন করা যাবে আগামী বছরের মার্চ পর্যন্ত।  বুধবার এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।  বৈঠকে জানানো হয়, মোবাইল ফোন চোরাচালান, ক্লোনড ফোন, রিফার্বিশড ফোন ও বিদেশের পুরানো ফোনের প্রবেশ নিয়ন্ত্রণ করতে সরকারের এই উদ্যোগ।  একই সাথে ছিনতাই হওয়া ফোন উদ্ধার, অনলাইন জুয়া, মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সংশ্লিষ্ট ডিজিটাল অপরাধ থেকেও জনসাধারণের সুরক্ষা মিলবে এই  প্রক্রিয়ায়।

নিয়ম বহির্ভূতভাবে দেশের বাজারে অনুপ্রবেশকৃত মোবাইল ফোনের শুল্ক ফাঁকিও বন্ধ করা যাবে বলেও জানায় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

 ডাক ও টেলিযোগাযোগাযোগ সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে বুধবার সন্ধ্যায় সচিবালয়ের বৈঠকে  মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) নেতারা ছাড়াও দেশে মোবাইল ফোন উৎপাদনকারীদের সংগঠন মোবাইলফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমআইওবি) নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার মাহমুদ হোসেন এবং স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল হক উপস্থিত ছিলেন।

বৈঠকের পর এমবিসিবির সভাপতি মোহাম্মদ আসলাম  জানান,  তাদের হাতে থাকা ফোনগুলো বিক্রির জন্য মার্চ পর্যন্ত সময় দিয়েছে সরকার। তবে, আন্দোলন বন্ধ নিয়ে কিছু বলেননি তারা।

মোবাইল বিজনেস কমিউনিটির সাথে এ বিষয়ে গত তিনদিন ধারাবাহিক আলোচনা শেষে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বর্তমানে দেশে থাকা সকল অনিবন্ধিত মোবাইল ফোন ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১৫ মার্চ মধ্যে নিবন্ধন করার সুযোগ দেয়া হয়েছে বলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

মোবাইল ফোন আমদানিতে কোনও বাধা  থাকবে না বলেও বৈঠকে জানানো হয়।  তবে,  কত পুরানো ফোন আমদানি কারা যাবে, কোন কোন মডেলের তা ডাক টেলিযোগাযোগ বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।  সকল পক্ষকে আজ ১১ ডিসেম্বর বৃহস্পতিবার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে লিখিতভাবে এই বিষয়ে জানাতে বলা হয়েছে। এছাড়া, মোবাইল ফোন আমদানিতে শুল্ক পুনঃনির্ধারণে জাতীয় রাজস্ব বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলমান রয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ বিষয়ে মধ্যস্থতা করবে। আমদানীকারক ও উৎপাদনকারীরা একসাথে বসে সরকারকে লিখিত ভাবে জানাবে বলে জানিয়েছে।

এই সিদ্ধান্তের পর দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে।

আগামি ১৬ ডিসেম্বর এনইআইআর উদ্বোধনের বিষয়ে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং মোবাইল বিজনেস কমিউনিটির সমর্থন জানিয়েছে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন