অবৈধ ফোন বন্ধ হবে ১৬ ডিসেম্বর
সচল সব ফোনই এনইআইআরে নিবন্ধন পাবে
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৫:৫৮, ২৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৬:১০, ২৭ নভেম্বর ২০২৫
বক্তব্য রাখছেন বিটিআরসির কমিশনার মাহমুদ হোসেন। ছবি, টেকস্ক্রল
আগামী ১৬ ডিসেম্বরের পর দেশে আর অবৈধ ফোনের বেচাকেনা চলবেনা জানিয়ে নিয়ন্ত্রকসংস্থা বিটিআরসি বলছে, তবে এ সময়ের মধ্যে কেনা সব ধরণের ফোনই কোনও প্রশ্ন ছাড়াই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআরে নিবন্ধন করা হবে । বৃহস্পতিবার, রাজধানীতে এক আলোচনা সভায় সংস্থার কমিশনার মাহমুদ হোসেন জানান, এখন নেটওয়ার্ক সচল থাকা কোনও ফোনই বন্ধ করা হবে না।
আইফোন, স্যামসাং ও ভিভোর দামি ফোনের ব্যবহার বাড়াতেও উদ্যোগ নিয়েছে বিটিআরসি। টেলিকম অপারেটরদের কিস্তিতে বিক্রি করা ফোনে আগামী জানুয়ারি থেকে চালু হবে ক্যারিয়ার লক সুবিধা। ক্যারিয়ার লক করলে এক অপারেটর থেকে ফোন কিস্তিতে কিনে অন্য অপারেটরের নম্বরে ব্যবহার করা যায়না। এ সুবিধা নিশ্চিত হলে অপারেটররা কিস্তিতে ফোন বিক্রি বাড়াবে।
স্মার্টফোনের ব্যবহার বাড়ানোয় গুরুত্ব দিয়ে নিয়ন্ত্রকসংস্থার কমিশনার আরও বলেন, এনইআইআর চালুর পর যেন বৈধ ফোনের দাম না বাড়ে তার জন্য এখনই স্থানীয় উৎপাদকদের মডেল অনুযায়ী ডিভাইসের দাম সংগ্রহ ও সংরক্ষণ করছে বিটিআরসি।
বাজারে থাকা অবৈধ ৬০ লাখ ফোনের বিষয়টিও নিয়ন্ত্রক সংস্থা বিবেচনা করতে পারে এমনটা জানিয়ে মাহমুদ হোসেন বলেন, এই ফোনের অন্তত ১০ লাখ ১৬ ডিসেম্বরের আগে বিক্রি হতে পারে। বাকি ৫০ লাখের বিষয়ে আমরা, সরকারের বিভিন্ন সংস্থা আলাপ আলোচনা করে নতুন সিদ্ধান্ত থাকলে তা পরে জানাবো।
সূত্র: টিআরএনবি সেমিনার
