মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

| ৩০ অগ্রাহায়ণ ১৪৩২

ঢাকা বিমানবন্দর

টেলিকম অবকাঠামো সুবিধা না রেখেই থার্ড টার্মিনালের নকশা - ফয়েজ আহমদ তৈয়্যব

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৪:২৬, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৪৪, ১৫ ডিসেম্বর ২০২৫

টেলিকম অবকাঠামো সুবিধা না রেখেই থার্ড টার্মিনালের নকশা - ফয়েজ আহমদ তৈয়্যব

ঢাকা বিমানবন্দর থার্ড টার্মিনালে টেলিকম অবকাঠামো সুবিধা নেই:ফয়েজ আহমদ তৈয়্যব

ঢাকা বিমানবন্দর

ঢাকা বিমানবন্দর থার্ড টার্মিনালে টেলিকম অবকাঠামো সুবিধা নেই বলে ফেসবুক হ্যান্ডেলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।  শুক্রবার তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তা হুবহু তুলে ধরা হলো---

১। ডিজাইনে টেলিকমের ইনফ্রা প্ল্যান নাই। ইনডোর কভারেজের জন্য দরকারি অবকাঠামো বিবেচনায় ছিল না। ইনডোর বেজ স্টেশন বসানোর, বা ইনডোর রেডিও বসানো, আরবিএস হোটেল-এর স্পেইস টুকু পর্যন্ত ডিজাইনে নাই। অ্যাক্টিভ ডাস, অ্যান্টেনা, মাউন্টিং পোল, রেডিও মাউন্টিং পোল, রাউটার এগুলা বসানোর জন্য কোনো স্পেইস এবং ইনফ্রা রাখা হয়নি ডিজাইনে। এগুলো সব আউট অফ ডিজাইন বসাতে হবে।

২। এমনকি অপটিক্যাল ফাইবার লে করার জন্য কোনো ডাক্ট নাই। আইএসপি সেবাদাতা কোম্পানিগুলোর রাউটার রুম/সার্ভার রুম ডেসিগ্নেটেড করা নাই। এগুলো এখন বাইরে দিয়ে কিংবা আন ডেসিগ্নেটেড প্লেসমেন্ট করে টানতে হবে।

৩। বিমানবন্দর চালাতে অতি দরকারি একটি ডেটা সেন্টার স্পেইসও ডিজাইনে নাই। কি হাস্যকর, কী লজ্জার কথা! ইমিগ্রেশন সিস্টেমস/ (অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমস, APIS) /চেক-ইন ডেস্ক পরিচালনার সিস্টেমস সহ বাদবাকি কারিগরি সেটাপের জন্য সফ্‌টওয়্যার সেন্টার, নেটওয়ার্ক অপারেশন সেন্টার/হার্ডওয়্যার/ফায়ারওয়াল এসব বিষয়ের বিবেচনা টার্মিনাল ডিজাইনে নাই।

৪। ডেটা সেন্টার, বেজ স্টেশন, রাউটার এগুলার জন্য নতুন করে কুলিং/চিলার ডাইমেনশন করা লাগবে।

আমি খুবই হতাশ। বিদেশিদের ধরে এনে এই দেশে যা করা হয়েছে তা বাইরে থেকে চকচকে হলেও ভিতরে ফাঁপা।

 ৬ মাসে ১০ হাজার শিক্ষার্থীকে দেয়া হবে এআই প্রশিক্ষণ

আজকের এই যুগের একটা এয়ারপোর্ট টার্মিনাল- ডেটা সেন্টার এবং ন্যূনতম টেলিকমিউনিকেশন কন্সিডারেশন ছাড়া ডিজাইন ও ইমপ্লিমেন্টেশন হয়ে যেতে পারে এটা আমার কাছে কোনো ব্যাখ্যা নাই। কারিগরি দিক বিবেচনায় এটা একটা মহাপাপ।

কমিউনিকেশন টেকনোলোজি ছাড়া তারা দেখতে সুন্দর একটা বাস টার্মিনাল ভবন বানিয়ে গেছে! সাচ এ ডিসগ্রেইস!

  প্রাপ্তবয়স্ক প্রেমিকা-প্রেমিকের মতো আচরণ করবে চ্যাটজিপিটি

সূত্র: ফেসবুক হ্যান্ডেলে ফয়েজ আহমদ তৈয়্যব

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন