গবেষণা তহবিল ছাঁটাই
এআই খাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব হারানোর শঙ্কা বিজ্ঞানীদের
টেক স্ক্রল
প্রকাশ: ০৯:৫৯, ১১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:৫১, ১১ জানুয়ারি ২০২৬
এআই খাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব হারানোর শঙ্কা বিজ্ঞানীদের
গবেষণা তহবিল ছাঁটাই
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক গবেষণা বা একাডেমিক গবেষণায় তহবিল কমিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার। আর এ সিদ্ধান্তে গভীর উদ্বেগ জানিয়েছেন মাইক্রোসফটের প্রধান বিজ্ঞানী এরিক হরভিৎজ। বলেছেন, গবেষণায় বাজেট কমানোর কারণে মেধাবী গবেষকদের পাশাপাশি নতুন উদ্ভাবনী প্রকল্পও যুক্তরাষ্ট্রের বাইরে চলে যেতে পারে। এতে এআই খাতের প্রতিযোগিতায় শীর্ষস্থান ধরে রাখা যুক্তরাষ্ট্রের জন্য খুবই কঠিন হবে। এগিয়ে যাওয়ার বড় সুযোগ পাবে চীনসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বীরা।
টেলিকম অবকাঠামো সুবিধা না রেখেই থার্ড টার্মিনালের নকশা - ফয়েজ আহমদ তৈয়্যব
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর, বিশ্ববিদ্যালয় ও ফেডারেল সংস্থাগুলোর গবেষণা বাজেটে কয়েক কোটি ডলারের বরাদ্দ কমানো হয়েছে। খরচ কমাতে, ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের ১৬শ'র বেশি প্রকল্পে অনুদান বাতিল করা হয়েছে। বাতিল হওয়া অনুদানের মোট পরিমান প্রায় ১০০ কোটি ডলার।
২০২০ সাল থেকে মাইক্রোসফটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এরিক হরভিৎজ। তার মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র শিক্ষা ও গবেষণায় বিপুল বিনিয়োগ করার কারণে প্রযুক্তিগত উন্নয়ন দ্রুত হয়েছে। নইলে বর্তমানের এআই-বিপ্লব দেখতে আরও কয়েক দশক অপেক্ষা করতে হতো।
আলোড়ন সৃষ্টিকারী লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যা এআইয়ের মূল ভিত্তি, এর ধারণাও বিশ্ববিদ্যালয় পর্যায়ের গবেষণাগার থেকেই এসেছে। এছাড়া সেমিকন্ডাক্টর বা চিপ শিল্পের অনেক বড় উদ্ভাবনও মূলত সরকারি অর্থায়নে পরিচালিত একাডেমিক গবেষণার ফল।
