শনিবার, ০১ নভেম্বর ২০২৫

| ১৫ কার্তিক ১৪৩২

দ্রুত কমছে চাকরির বাজার

প্রায় ১৪ হাজার কর্মী বাদ দেবে অ্যামাজন

টেকস্ক্রল

প্রকাশ: ১২:১০, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:৫২, ২৯ অক্টোবর ২০২৫

প্রায় ১৪ হাজার কর্মী বাদ দেবে অ্যামাজন

প্রায় ১৪ হাজার কর্মী বাদ দেবে অ্যামাজন

সংখ্যাটা ৩০ নয় ১৪ হাজার

প্রায় ১৪ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে অ্যামাজন। খরচ কমানোর অংশ হিসেবে এই ছাঁটাই প্রত্যাশিত ছিলো। তবে আগে ধারণা করা হয়েছিলো যে কোম্পানিটি ৩০ হাজার কর্মী ছাঁটাই করতে পারে।

গেল মঙ্গলবার কোম্পানির জ্যেষ্ঠ নির্বাহী বেথ গ্যালেত্তি এক বার্তায় কর্মীদের এ তথ্য জানান। তবে কোন পদের লোক ছাঁটাই করা হবে তা নিশ্চিত করেননি গ্যালেটি। শুধু বলেছেন, তারা সবচেয়ে বড় বাজিতে বিনিয়োগ করছেন।

আরও পড়ুন: এআইয়ের কারণে যেসব চাকরিক্ষেত্র খুব শিগগির বন্ধ হবে

৩ মাস সময় পাবেন কর্মীরা

যেসব কর্মীরা ছাঁটাইয়ের মধ্যে পড়বেন, তাদের চাকরি খোঁজার জন্য তিন মাসের সময় দেবে অ্যামাজন। গ্যালেত্তি জানান, ২০২৬ সালে তার কোম্পানি, গুরুত্বপূর্ণ কৌশলগত ক্ষেত্রগুলোয় নিয়োগ অব্যাহত রাখবে। তবে একইসঙ্গে ভিন্নভাবেও দক্ষতা বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাবে অ্যামাজন। এ থেকে আরও চাকরি ছাঁটাইয়ের ইঙ্গিত মিলছে।

আরও পড়তে পারেন: এআইয়ের কারণে এন্ট্রি লেভেল চাকরিতে অনিশ্চয়তা চরমে পৌঁছাচ্ছে

অ্যামাজনে সবশেষ বড় ধরনের ছাঁটাই হয় ২০২২ সালের শেষ এবং ২০২৩ এর শুরুর সময়ে। তখন ২৭ হাজার কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছিলো। নির্বাহীদের বিবৃতি এবং করপোরেট বিভিন্ন সিদ্ধান্ত থেকে জানা যায়, তারা অটোমেশন, রোবটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার কোরে খরচ এবং সময় কমাতে চাইছে দ্রুত।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন