সাজেশনের ২০ ভাগেরই মান নেই
এআই দিয়ে তৈরি মানহীন ভিডিওতে সয়লাব ইউটিউব
টেক স্ক্রল
প্রকাশ: ০৯:২৬, ২৯ ডিসেম্বর ২০২৫
এআই দিয়ে তৈরি মানহীন ভিডিওতে সয়লাব ইউটিউব
ইউটিউবে নতুন ব্যবহারকারীদের হোম পেজে নানা ধরনের ভিডিও সাজেশন হিসেবে আসে। এক গবেষণায় দেখা গেছে এসব ভিডিওর ২০ শতাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো অতি নিম্নমানের। মূলত ভিউ ও বিজ্ঞাপনভিত্তিক আয় বাড়ানোই এমন ভিডিওর লক্ষ্য। ভিডিও এডিটিং সফটওয়্যার বানানোর প্রতিষ্ঠান ক্যাপউইং এ গবেষণা চালিয়েছে।
ক্যাপউইংয়ের গবেষণায় সারা বিশ্বের প্রতিটি দেশের শীর্ষ ১০০টি করে মোট ১৫ হাজার জনপ্রিয় ইউটিউব চ্যানেল বিশ্লেষণ করা হয়েছে। দেখা গেছে, ২৭৮টি চ্যানেল পুরোপুরি এআই স্লপ কনটেন্ট প্রকাশ করে। এসব চ্যানেলের মোট ভিউ ৬৩ বিলিয়নের বেশি এবং সাবস্ক্রাইবার ২২ কোটির বেশি। এগুলো থেকে বছরে প্রায় ১১ কোটি ৭০ লাখ ডলার আয় হয়।
উন্মোচনের আগেই প্রতিযোগিতায় পড়লো ফোল্ডেবল আইফোন
গবেষণার অংশ হিসেবে নতুন ইউটিউব অ্যাকাউন্ট খুলে দেখা হয়। সেখানে প্রথম ৫০০টি সাজেশনের ভিডিওর মধ্যে ১০৪টিই এআই স্লপ। প্রায় এক-তৃতীয়াংশ ভিডিওকে ব্রেনরট হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে মানের চেয়ে মনোযোগ ধরে রাখাই মুখ্য।
এ তালিকায় সবচেয়ে এগিয়ে থাকা চ্যানেল কোনটি জানেন? অনেক শিশুর প্রিয় ভারতের ‘বান্দর আপনা দোস্ত’ চ্যানেলটি। যার মোট ভিউ ২৪০ কোটির বেশি। চ্যানেলটিতে বানর ও হাল্কের মতো কাল্পনিক চরিত্রের অদ্ভূত সব লড়াই বা টমেটোর তৈরি হেলিকপ্টারে ভ্রমণের মতো দৃশ্য দেখানো হয়।
এসব এআই স্লপ চ্যানেলের জনপ্রিয়তাও অনেক। স্পেনে প্রায় দুই কোটি মানুষ এসব চ্যানেল অনুসরণ করে। এরপরই রয়েছে মিসর, ১ কোটি ৮০ লাখ, যুক্তরাষ্ট্রে ১ কোটি ৪৫ লাখ আর ব্রাজিলে ১ কোটি ৩৫ লাখ অনুসারী রয়েছে।
এআই টুল ব্যবহার করে খুব সহজে এমন শত শত ভিডিও তৈরি করা যায়। যেসব দেশে গড় আয় কিছুটা কম, সেখানে ইউটিউব থেকে অর্থ আয়ের সহজ পদ্ধতি বেছে নেয়া হচ্ছে। গুগল অবশ্য বলেছে যে, নীতিমালা না মানলে কনটেন্ট সরিয়ে নেয়া হয়। তবে এআই দিয়ে বানানো কনটেন্ট গুগলের নীতির বাইরে নয়।
সূত্র: দ্যা গার্ডিয়ান
