সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

| ২১ পৌষ ১৪৩২

দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে

অ্যান্ড্রয়েড ভিত্তিক ডেস্কটপই হবে এবছরের সবচেয়ে আলোচিত বিষয়

টেক স্ক্রল

প্রকাশ: ১২:৫০, ৪ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:৫২, ৪ জানুয়ারি ২০২৬

অ্যান্ড্রয়েড ভিত্তিক ডেস্কটপই হবে এবছরের সবচেয়ে আলোচিত বিষয়

২০২৬ সালেই ডেস্কটপের জন্যও আনা হচ্ছে অ্যান্ড্রয়েড

দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে

লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম উবুন্টুর কথা মনে আছে? ওপেনসোর্স অবকাঠামোর সেই উবুন্টুকে নিয়ে বহু মানুষ আশায় ছিলেন যে, হয়তো উইন্ডোজ আর ম্যাকের বাজার ধসিয়ে দেবে সেটি। যদিও একসময় অনেকটা হারিয়েই যায় উবুন্টু। তবে লিনাক্স হারায়নি। বরং আমাদের দৈনন্দিন জীবনে আরও শক্তভাবে জায়গা করে নিয়েছে। এটি সম্ভব হয়েছে গুগলের অ্যান্ড্রয়েডের মাধ্যমে। কারণ অ্যান্ড্রয়েডও লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম। তবে এখনও এটি স্মার্টফোনের পরিচালনা সফটওয়্যার হিসেবেই বহুল ব্যবহৃত। ডেস্কটপে গুগলের আধিপত্য নেই বললেই চলে। কারণ তাদের ধারণা অনুযায়ী সাফল্য পায়নি ক্রোম ওএস।

 আগামী বছরই ডেস্কটপের জন্য আসছে অ্যান্ড্রয়েড অপারেটিং

এমন বাস্তবতায় গত বছর সেপ্টেম্বরে গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিক অস্টারলো জানিয়েছিলেন, ২০২৬ সালেই ডেস্কটপের জন্যও আনা হচ্ছে অ্যান্ড্রয়েড।

ল্যাপটপ বা ক্রোমবুকে আলাদা করে ক্রোম ওএস ব্যবহারের চেয়ে সরাসরি অ্যান্ড্রয়েড ব্যবহারের পরিকল্পনায় গুগল। তারা চায় সরাসরি অ্যান্ড্রয়েড ভিত্তিক ডেস্কটপ বা ল্যাপটপ বাজারে আনতে। এখন অনেক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত ট্যাবলেট ল্যাপটপের মতো কাজ করে। আবার ক্রোমবুকেও অ্যান্ড্রয়েড অ্যাপ চালানো যায়। গুগল এখন অ্যান্ড্রয়েডের ভেতরেই ক্রোম ব্রাউজারের একটি পূর্ণাঙ্গ ডেস্কটপ সংস্করণ তৈরির কাজ করছে।

গুগলের লক্ষ্য সব ডিভাইসের জন্য একটি সাধারণ অপারেটিং সিস্টেম তৈরি করা যা হবে শক্তিশালী, সহজ ও সাশ্রয়ী। এই উদ্যোগের ফলে মোবাইল ও পারসোনাল কম্পিউটারকে একসুতোয় গাঁথার বহুদিনের স্বপ্ন বাস্তবে রূপ নেবে বলে ধারণা বিশেষজ্ঞদের।

 ইউটিউবে টেক স্ক্রল

তবে গুগলের এই উদ্যোগ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মাইক্রোসফট ও অ্যাপলের। এই দুই টেক জায়ান্ট বড় ধরনের চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন