রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

| ২৯ ভাদ্র ১৪৩২

ডেভেলপার কনফারেন্সে উন্মোচন হবে

মেটার হাইপারনোভা স্মার্ট চশমা আসছে এ মাসেই

প্রকাশ: ১৫:৩৮, ৫ সেপ্টেম্বর ২০২৫

মেটার হাইপারনোভা স্মার্ট চশমা আসছে এ মাসেই

স্মার্ট চশমার জগতে বৈপ্লবিক পরিবর্তনের ঘোষণা দেয়ার জন্য, বার্ষিক কানেক্ট কনফারেন্সকে বেছে নেয়ার চিন্তা করছে মেটা। এই কনফারেন্স আয়োজন করা হয় ডেভেলপারদের জন্য। যেখানে উন্মোচন হবে মেটার প্রথম স্মার্ট গ্লাস, যা সঙ্গে সঙ্গেই ব্যবহার করতে পারবেন ভোক্তারা।

এ তো গেল স্মার্ট চশমার কথা। এই চশমাকে ব্যবহার করার জন্য আরও একটি ডিভাইস উন্মোচন করা হবে একই কনফারেন্সে। সেটি একটি রিস্টব্যান্ড। যা দিয়ে হাতের ইশারায় নিয়ন্ত্রণ করা যাবে স্মার্ট চশমা।

চশমাটির সাংকেতিক নাম দেয়া হয়েছে হাইপারনোভা। এর ডান দিকের কাঁচে একটি ডিসপ্লে থাকবে। তবে এ নিয়ে বেশ গোপনীয়তা রক্ষা করছে জাকারবার্গের কোম্পানি। ধারণা করা হচ্ছে, এই চশমার দাম হবে প্রায় ৮০০ ডলার।

২০২১ সালে মেটা তার প্রথম স্মার্ট চশমা বাজারে আনে। সেই চশমায়, ভয়েস কমান্ডের মাধ্যমে ছবি তোলা এবং ভিডিও ধারণ করা যেত। মেটার সাম্প্রতিক একটি চাকরির বিজ্ঞাপন থেকে সংবাদমাধ্যমগুলো ধারণা করছে, অগমেন্টেড রিয়েলিটিযুক্ত স্মার্ট চশমাটি, রে-বেন সিরিজের অন্তর্ভুক্ত হবে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন