মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

| ১ পৌষ ১৪৩২

এআই নির্ভর প্রযুক্তির স্বীকৃতি

একসাথে ৩টি আন্তর্জাতিক সম্মাননা পেল টেকনোর পণ্য

প্রকাশ: ১৭:৪৩, ৯ সেপ্টেম্বর ২০২৫

একসাথে ৩টি আন্তর্জাতিক সম্মাননা পেল টেকনোর পণ্য

জার্মানির বার্লিনে একসঙ্গে তিনটি অ্যাওয়ার্ড জিতলো টেকনো। এআই-নির্ভর প্রযুক্তি ব্র্যান্ডটি, বার্লিনে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বড় কনজিউমার টেকনোলজি এক্সপোতে, এই মাইলফলক স্থাপন করে।

টেকনো পোভা স্লিম ৫জি, মেগাবুক এস১৪ এবং এআই গ্লাসেস সিরিজের মতো উদ্ভাবনী পণ্যগুলোকে স্বীকৃতি দিয়েছে এই সম্মাননা।

আইএফএ গ্লোবাল প্রোডাক্ট টেকনোলজি ইনোভেশন অ্যাওয়ার্ডস, ইলেকট্রনিক্স শিল্পের অন্যতম বিশ্বস্ত স্বীকৃতি। উদ্ভাবন ও বুদ্ধিমত্তায় নতুন মান তৈরি করা প্রতিষ্ঠানকেই এই অ্যাওয়ার্ড দেয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত ডিভাইসগুলোর মধ্যে, টেকনো পোভা স্লিম ৫জি বিশ্বের সবচেয়ে স্লিম ৫জি কার্ভড-স্ক্রিন স্মার্টফোন হিসেবে আলাদা স্থান তৈরি করেছে। বাংলাদেশে সদ্য চালু হওয়া ফাইভ-জি ইন্টারনেটের ব্যবহারকে এই স্মার্ট আরও আকর্ষণীয় করে তুলতে পারে।

বিভিন্ন সূত্রমতে, গ্লোবাল অ্যাওয়ার্ড পাওয়া এ তিনটি প্রোডাক্ট শিগগির উন্মুক্ত হতে পারে বাংলাদেশে বাজারে। এতে দেশের মানুষ সরাসরি ব্যবহার করতে পারবে এআই-নির্ভর স্মার্টফোন, ল্যাপটপ এবং বিভিন্ন স্মার্ট ডিভাইস।

টেকনোর শীর্ষ কর্তাদের মতে, বিশ্বমানের এই স্বীকৃতির ফলে কোম্পানির ব্র্যান্ড ভ্যালু, আরও বেড়েছে। এটি বিশ্বজুড়ে ক্রিয়েটিভিটি, কানেক্টিভিটি এবং ইনোভেশনকে অনুপ্রাণিত করছে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন