রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

গ্যাজেট অ্যান্ড গিয়ার দেশে এনেছে

আইফোন ১৭ এর অফিসিয়াল সিরিজ

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২১:৫৩, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৫:১৮, ১৩ অক্টোবর ২০২৫

আইফোন ১৭ এর অফিসিয়াল সিরিজ

নতুন আইফোন সি‌রিজ উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা। ছবি,গ্যাজেট অ্যান্ড গিয়ার

অ্যাপল অনুমোদিত বিক্রেতা গ্যাজেট অ্যান্ড গিয়ার অফিসিয়ালি আইফোন ১৭ সি‌রিজ দেশের বাজারে এনেছে। এর মধ্যে, রয়েছে আইফোন ১৭, আইফোন এয়ার, আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্স।

রোববার রাজধানীর গুলশানে, বিটিআই ল্যান্ডমার্ক ভবনে অ্যাপল মনো স্টোর গ্যাজেট স্টুডিও বাই জিঅ্যান্ডজিতে নতুন আইফোন সি‌রিজ উন্মোচন করা হয়। অতিথিদের ছিলেন গ্যাজেট অ্যান্ড গিয়ারের পার্টনার ও সিইও নূরে আলম শিমু, পার্টনার জাহাঙ্গীর আলম সাচ্চু, আহসান কবির চৌধুরী ও হেড অব মার্কেটিং ইরফানুল হক খান এবং সঙ্গীতশিল্পী ও গীতিকার জেফার রহমান।

গ্যাজেট অ্যান্ড গিয়ারের সিইও নূরে আলম শিমু বলেন, বাজারের সবচেয়ে সেরা অফারের মাধ্যমে অ্যাপলের সমৃদ্ধ অভিজ্ঞতা দিতে কাজ করছে তার প্রতিষ্ঠান। ক্রেতারা এখন একটি নির্দিষ্ট জায়গা থেকেই বিশেষজ্ঞ সহায়তার পাশাপাশি আইফোন, অ্যাক্সেসরিজ ও সেবা নিতে পারবেন।

আইফোন ১৭ সিরি‌জের বাংলা‌দে‌শে দাম

আইফোন ১৭ (২৫৬ জিবি) ১ লাখ ৭৯ হাজার ৯৯৯ টাকা, ৫১২ জিবি ২ লাখ ১৯ হাজার ৯৯৯ টাকা, আইফোন এয়ার ২৫৬ জিবি ২ লাখ ৯ হাজার ৯৯৯ টাকা, ৫১২ জিবি ২ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা, আইফোন ১৭ প্রো ২৫৬ জিবি ২ লাখ ২৯ হাজার ৯৯৯ টাকা, ৫১২ জিবি ২ লাখ ৬৯ হাজার ৯৯৯ টাকা, আইফোন ১৭ প্রো ম্যাক্স ২৫৬ জিবি ২ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা, প্রো ম্যাক্স ৫১২ জিবি ২ লাখ ৮৯ হাজার ৯৯৯ টাকা।

গ‌্যা‌জেট অ‌্যান্ড গিয়া‌রের সব আউটলেট এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে নতুন আইফোন কিনে ক্রেতারা  ৩৬ হাজার ৯৯৯ টাকায় অ্যাপল ওয়াচ আলট্রা ২ অথবা ফ্রি অ্যাপল এয়ারপডস প্রো ২ বা ফ্রি এয়ারপডস ৪ (এএনসি) নিতে পারবেন।

 ফোনের সাথে উপহার হিসেবে মিলবে  ২০ ওয়াটের একটি অরিজিনাল অ্যাপল অ্যাডাপ্টার, ফোন কেস, ১ বছরের অফিসিয়ালের সাথে আরও ১ বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি, নির্দিষ্ট ব্যাংকের ক্ষেত্রে ২৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের পাশাপাশি, ২৪ মাস পর্যন্ত শূণ্য শতাংশ ইএমআই সুবিধা।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন