জাভেদ আখতারের বিদায় ৩১ ডিসেম্বর
ফিকির নতুন সভাপতি রুপালী হক চৌধুরী
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৫:১২, ৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৫:০৮, ১১ ডিসেম্বর ২০২৫
ঢাকায় ফিকির ৬২তম বার্ষিক সাধারণ সভা,ছবি সৌজন্য
জাভেদ আখতারের বিদায় ৩১ ডিসেম্বর
ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) ২০২৬-২০২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালী হক চৌধুরী। তিনি ২০২৪-২০২৫ মেয়াদের বর্তমান সভাপতি জাভেদ আখতারের স্থলাভিষিক্ত হবেন।
জ্যেষ্ঠ সহসভাপতি নেসলে বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেইউক্রেমা এবং সহসভাপতি হয়েছেন লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ইকবাল চৌধুরী।
৭ ডিসেম্বর, হোটেল লে মেরিডিয়ান ঢাকায় ফিকির ৬২তম বার্ষিক সাধারণ সভায় আগামী মেয়াদে ১৫ সদস্যের নতুন পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করা হয়। ১৫ সদস্যের নতুন বোর্ড আগামী ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমান বোর্ডের কার্যকাল শেষ হবে আসছে ৩১ ডিসেম্বর।

নির্বাচিত সভাপতি রুপালী হক চৌধুরী বলেন,নতুন পরিচালনা পর্ষদ, সদস্য কোম্পানি এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, প্রয়োজনীয় নীতি সংস্কার এবং ভবিষ্যত প্রস্তুতি, প্রতিযোগিতামূলক অর্থনীতির দিকে দেশের অগ্রযাত্রায় আমরা অবদান রাখতে চাই।
এবার জাপানের বাজারে বিওয়াইডি সিলায়ন সিক্স

বিদায়ী সভাপতি জাভেদ আখতার বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের সময় আমরা একসঙ্গে বহু গুরুত্বপূর্ণ উদ্যোগ এগিয়ে নিয়েছি, যা বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়তা করেছে। নতুন নেতৃত্ব সরকারের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করবে এবং বাংলাদেশকে বিনিয়োগবান্ধব গন্তব্য হিসেবে আরও সমৃদ্ধ করবে, যোগ করেন তিনি।
এআইয়ের কারণে যেসব চাকরিক্ষেত্র খুব শিগগির বন্ধ হচ্ছে-স্যাম অল্টম্যান
সূত্র: ফিকি
