শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

| ২৬ অগ্রাহায়ণ ১৪৩২

বেসিস– ভিপস কর্মশালা

দৃষ্টিপ্রতিবন্ধী জনগোষ্ঠীর ডিজিটাল অন্তর্ভুক্তি জরুরী

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৭:৫৪, ৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৫৫, ৯ ডিসেম্বর ২০২৫

দৃষ্টিপ্রতিবন্ধী জনগোষ্ঠীর ডিজিটাল অন্তর্ভুক্তি জরুরী

বেসিস– ভিপস কর্মশালা

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং ভিজ্যুয়ালি ইমপেয়ার্ড পিপল’স সোসাইটি (ভিপস) যৌথভাবে দৃষ্টিপ্রতিবন্ধী জনগোষ্ঠীর ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করতে জাতীয় পর্যায়ের স্টেকহোল্ডার কর্মশালার আয়োজন করে। মঙ্গলবার, বেসিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালায় সিবিএম গ্লোবালের সহায়তায় সারাদেশ থেকে আগত প্রায় ২০০ জন দৃষ্টিপ্রতিবন্ধী অংশগ্রহণ করেন।

কর্মশালায় সারাদেশ থেকে  প্রায় ২০০ জন দৃষ্টিপ্রতিবন্ধী অংশগ্রহণ করেন

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও বেসিস প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান বলেন,  তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে যার যে যোগ্যতা আছে, বেসিস সেই সক্ষমতা আরও বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এখানে উপস্থিত দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা যে অসাধারণ আইটি দক্ষতা, জ্ঞান ও অদম্য আগ্রহ ধারণ করেন, তা আমাদের অনুপ্রাণিত করে।  তিনি আরও বলেন, সব চ্যালেঞ্জই আপনাদের সক্ষমতা দিয়ে অতিক্রম করা সম্ভব। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে শুধু মানবিক দায়িত্ব নয়, বরং এসডিজি লক্ষ্য ৮ ‘শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি’ এবং ১০ ‘বৈষম্য হ্রাসকরণ’ —অর্জনের দিকেও আমাদের বড় পদক্ষেপ।

ভিপস-এর সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত ও বার্ডো নির্বাহী পরিচালক মো. সাইদুল হক বলেন, অ্যাক্সেসিবল ডিজিটাল পরিবেশ বিনির্মাণ সময়ের দাবি। প্রযুক্তি ব্যবহারে দৃষ্টিপ্রতিবন্ধীদের সম্ভাবনা অসীম; সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে তারা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে।

ভিপস সভাপতি অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেন মজুমদার বলেন,অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল প্রবেশাধিকার শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি। বেসিস যে উদ্যোগ নিয়েছে, তা দৃষ্টিপ্রতিবন্ধী জনগোষ্ঠীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন