শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

| ১১ পৌষ ১৪৩২

সব মিলিয়ে ২.৭ বিলিয়ন ডলার হ্যাক

ক্রিপ্টোকারেন্সি হ্যাকিংয়ের সবয়েছে বড় লুট ২০২৫ সালে

টেক স্ক্রল

প্রকাশ: ১৪:১২, ২৬ ডিসেম্বর ২০২৫

ক্রিপ্টোকারেন্সি হ্যাকিংয়ের সবয়েছে বড় লুট ২০২৫ সালে

সব মিলিয়ে ২.৭ বিলিয়ন ডলার হ্যাক

শুধু যে প্রাতিষ্ঠানিক চুরি হয়েছে তেমন নয়, গ্রাহকদের ব্যক্তিগতম ক্রিপ্টো ওয়ালেটও লুট করা হয়েছে। এভাবে ২০২৫ সালে ক্রিপ্টোকারেন্সির বাজার থেকে ২.৭ বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। যেখানে শুধু গ্রাহকদের ওয়ালেট থেকেই গেছে ৭ লাখ ডলার মূল্যের সম্পদ। ক্রিপ্টোকারেন্সির বাজারের খোঁজ রাখা প্রতিষ্ঠান চেইন অ্যানালাইসিস এবং টিআরএম ল্যাবস এসব তথ্য দিয়েছে।

বছরজুড়ে বিভিন্ন এক্সচেঞ্জ ও ক্রিপ্টো লেনদেনের মাধ্যম ডিফাই প্রজেক্টে হামলা চালিয়ে এসব সম্পদ হাতিয়ে নেয়া হয়। সবচেয়ে বড় বিপর্যয়ে পড়ে দুবাইয়ের প্রতিষ্ঠান বাইবিট। এক্সচেঞ্জটির নিরাপত্তা ভেঙে হ্যাকাররা প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার মূল্যের সম্পদ হাতিয়ে নেয়।

 ফের তদন্তের মুখে পড়তে যাচ্ছে বাইন্যান্স ও এর প্রতিষ্ঠাতা

এ ঘটনায় উত্তর কোরিয়ার হ্যাকারদের সরাসরি দায়ী করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। গোয়েন্দাদের দাবি, কয়েক বছর ধরে ক্রিপ্টো বাজারে অস্থিরতা তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা রাখছে হ্যাকার গোষ্ঠীটি। বাইবিটের এ ঘটনাকে ডিজিটাল মুদ্রার ইতিহাসে সবচেয়ে বড় ডাকাতি হিসেবে দেখা হয়।

বাইবিটের প্রধান নির্বাহী বলেছেন, হামলাটির পেছনে উত্তর কোরিয়ার সরকারের অভিজাত হ্যাকিং ইউনিটের সংশ্লিষ্টতার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। এর আগে ক্রিপ্টো চুরির বড় রেকর্ডটি ছিলো ২০২২ সালে। হ্যাকাররা রোনিন নেটওয়ার্ক থেকে ৬২৪ মিলিয়ন ডলার ও পলি নেটওয়ার্ক থেকে ৬১১ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছিল।

 ইউটিউবে টেক স্ক্রল

ব্লকচেইন নিরাপত্তা বিশেষজ্ঞ এবং সাইবার বিশ্লেষকদের মতে, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় কোনো ভুল বা অবৈধ লেনদেন হলে ব্যাংক কর্তৃপক্ষ তা আটকে দিতে বা ফেরত আনতে পারে। কিন্তু ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে একবার ওয়ালেট থেকে অর্থ চলে গেলে তা আর ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। হ্যাকারদের কাছে এটিই সবচেয়ে বড় হাতিয়ার।

এছাড়া বাইবিটের মতো বড় এক্সচেঞ্জগুলোয় হাজার হাজার মানুষের সম্পদ এক জায়গায় জমা থাকে। ফলে হ্যাকারদের জন্য প্রতিটি গ্রাহককে আলাদাভাবে টার্গেট করার চেয়ে একটি বড় এক্সচেঞ্জ হ্যাক করা অনেক বেশি লাভজনক।

সূত্র: টেকক্রাঞ্চ

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন