বিটিআরসির সাথে অবৈধ ফোন বিক্রেতাদের বৈঠক
নির্ধারিত ছকে ১৫ ডিসেম্বরের মধ্যে অবৈধ সেটের বৈধতার আবেদন
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ২২:৩১, ৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২২:৪০, ৯ ডিসেম্বর ২০২৫
বিটিআরসির বার্তা
অবিক্রিত সব অবৈধ ফোন নিয়মিতকরণের উদ্যোগ নিবে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এজন্য ১৫ ডিসেম্বরের মধ্যে বাজারের অবিক্রিত ফোনের তথ্য নির্ধারিত ছকে বিটিআরসিতে জমা দিতে হবে।
১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর চালু হলে, ১৭ ডিসেম্বর থেকে ক্লোন, রিফারবিশড ফোন বেচা কেনা বন্ধ হবার ঘোষণা আসতেই রাজধানী জুড়ে অবৈধ ফোনের ব্যবসায়ীকী নৈরাজ্যে শুরু করলে নমনীয় হয় বিটিআরসি।
৯ ডিসেম্বর মঙ্গলবার, বিটিআরসির আগারগাঁও অফিসে অবৈধ ফোন বিক্রেতাদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সাথে বৈঠক করে নিয়ন্ত্রক সংস্থা ।
বৈঠকে, মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের চাহিদার প্রেক্ষিতে আসছে ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশের বাজারে বিদ্যমান অবিক্রিত সব হ্যান্ডসেট নিয়মিতকরণের জন্য মোবাইলফোন সম্পর্কিত তথ্য নির্ধারিত ছকে জমা দেয়ার সিদ্ধান্ত হয়। ছক অনুযায়ী প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সব সেটের বিষয়ে বিটিআরসি প্রয়োজনীয় পদক্ষেপ নিবে।
বিটিআরসির সাথে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের প্রতিনিধিদের আলোচনা শেষে, ন্যুনতম কাগজপত্র দাখিলের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে ভেন্ডর এনলিস্টমেন্ট সনদ প্রদান এবং বিদেশ থেকে ক্লোন/কপি/ব্যবহৃত /রিফারবিসড মোবাইল হ্যান্ডসেট বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ বন্ধে শুধু মোবাইল ফোনের মূল উৎপাদনকারী সংস্থার পাশাপাশি যেকোনো অনুমোদিত সরবরাহকারীর (Authorized Distributor) প্রত্যায়নপত্রসহ (চুক্তির পরিবর্তে) আবেদন করা হলে রেগুলেটর সহজেই আমদানির অনুমতি দিয়ে দিবে বলেও নিশ্চিত করা হয়।
একই সাথে, ক্লোন/কপি/ব্যবহৃত/রিফারবিসড মোবাইল হ্যান্ডসেট বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ রোধের বিষয়টি নিশ্চিত করে আমদানি প্রক্রিয়া আরো সহজ করার বিষয়ে সুস্পষ্ট লিখিত প্রস্তাব প্রদানের জন্য বিটিআরসি’র পক্ষ থেকে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের প্রতিনিধিদের বলা হয়।
"বেতার যন্ত্রপাতি ব্যবহার, বাজারজাতকরণ ও তালিকা গ্রহণের নির্দেশিকা, ২০২৪" অনুযায়ী বৈধভাবে মোবাইল ফোন আমদানি করা হলে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে বিটিআরসি থেকে সর্বাত্মক সহযোগিতা করার হবে আশ্বাস দেয়া হয়।
