শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

| ২০ অগ্রাহায়ণ ১৪৩২

কম শুল্কে বৈধ হবে স্টকে থাকা ফোন, ক্লোন ও রিফারবিশড অবৈধই থাকবে

১৬ ডিসেম্বরের আগে সচল কোন ফোনই বন্ধ হবে না

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৫:৩৩, ৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪৭, ৪ ডিসেম্বর ২০২৫

১৬ ডিসেম্বরের আগে সচল কোন ফোনই বন্ধ হবে না

১৬ ডিসেম্বরের আগে সচল কোন ফোনই বন্ধ হবে না , ছবি, পিএনজিএগ

কম শুল্কে বৈধ হবে স্টকে থাকা ফোন

অবৈধভাবে আমদানি করা স্টক ফোন কম শুল্কে বৈধ করার সুযোগ দিবে সরকার।  তবে, ক্লোন এবং রিফারবিশড ফোনের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, এর জন্য ডিভাইসের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি বা আইএমইআই নম্বর থাকতে হবে। 

গত ১ ডিসেম্বর, সচিবালয়ে টেলিকম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে এনবিআর এবং বিটিআরসির যৌথসভায় আরও সিদ্ধান্ত হয়, ১৬ ডিসেম্বরের আগের অবৈধ ফোনগুলোর মধ্যে যেগুলোর বৈধ আইএমইআই নাম্বার আছে, সেই  আইএমইআই লিস্ট বিটিআরসিতে জমা দিয়ে হ্রাসকৃত শুল্কে সেগুলোকে বৈধ করার ব্যবস্থা করা হচ্ছে। এ নিয়ে এনবিআর-এর সাথে আলোচনা চলছে।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ১৬ ডিসেম্বরের আগে  সচল সব ফোনই নিবন্ধন পাবে। এ নিয়ে আতংকিত হওয়া কিছু নেই। এ রকম গুজবেও কান না দেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারীর। বলেন, বর্তমানে ব্যবহৃত সচল মোবাইল ফোন কোনোভাবেই বন্ধ হবে না। 

১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে  ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর।  ১৭ ডিসেম্বর থেকে বৈধ আইএমইআই নম্বরহীন হ্যান্ডসেট কেনা বন্ধ করার নির্দেশ সরকারের। অবৈধ আমদানিকৃত, চোরাচালানকৃত, এবং ক্লোন ফোন বাংলাদেশে বন্ধ করা হবে বলেও জানায় সরকার ।

 স্যামসাংয়ের মাল্টি ফোল্ডিং স্মার্টফোন আসছে ১২ ডিসেম্বর

দেশে বিদেশের পুরোনো ফোনের ডাম্পিং বন্ধ হবে করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান,কেসিং পরিবর্তন করে  ইলেকট্রনিক বর্জ্য দেশে ঢুকিয়ে যে রমরমা চোরাকারবারি ব্যবসা বন্ধ করা হবে।

বিমানবন্দর এবং স্থলবন্দরগুলোতে ভারত, থাইল্যান্ড, চীন থেকে আসা ফ্লাইটগুলো শনাক্ত করা হচ্ছে, দ্রুতই কাস্টমস থেকে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

প্রস্তাবিত টেলিযোগাযোগ অধ্যাদেশ (সংশোধনী) ২০২৫ এ মোবাইল সিমের  ইকেওয়াইসি এবং আইএমইআই রেজিস্ট্রেশন সংক্রান্ত ডেটা সুরক্ষার নিশ্চয়তা তৈরি করা হয়েছে। নতুন একটি ধারা যোগ করে রেজিস্ট্রেশন সংক্রান্ত উপাত্ত লঙ্ঘনকারীদের অপরাধের আওতায় আনা হয়েছে।

  সচল ফোন বন্ধ হবে না, টুজি কি থাকবে , বিটিআরসি কমিশনার যা জানালেন

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন