গ্রামীণফোন ও সুমাস টেক
ডিজিটাল সল্যুশন হবে আরও সহজলভ্য
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৩:৪৪, ৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৬:০৩, ৯ অক্টোবর ২০২৫

রাজধানীর বসুন্ধরায়, জিপি হাউসে সম্প্রতি চুক্তি স্বাক্ষরের পর গ্রামীণফোন ও সুমাস টেক কর্মকর্তারা। ছবি, গ্রামীণফোনের সৌজন্যে
গ্রামীণফোন সম্প্রতি প্রিমিয়াম ইলেকট্রনিকস খাতের প্রতিষ্ঠান সুমাস টেকে সঙ্গে কৌশলগত পার্টনারশিপ চুক্তি করেছে। এতে করে, সুমাস টেক আউটলেটগুলোতে গ্রামীণফোনের ভবিষ্যৎ-উপযোগী পণ্যগুলো আরও সহজলভ্য হবে। থাকবে এক্সক্লুসিভ ভাউচার সুবিধাও।
অপারেটরটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রামীণফোন আলো’র স্মার্ট আইওটি সল্যুশন যেমন সিসি ক্যামেরা ও ভেহিকল ট্র্যাকিং সিস্টেম এবং গ্রামীণফোনের টেলিকম পণ্য যেমন পকেট রাউটার, সিম কার্ড ও ডেটা প্যাকসহ অন্যান্য সেবা এখন থেকে সারাদেশে অবস্থিত ১৫টি সুমাস টেক স্টোরে পাওয়া যাবে। এর মাধ্যমে গ্রাহকরা আরও সহজে গ্রামীণফোনের আধুনিক ডিজিটাল ও কানেক্টিভিটি সল্যুশন গ্রহণ করতে পারবেন। পাশাপাশি, নির্বাচিত ১০টি গ্রামীণফোন সেন্টারে নির্দিষ্ট পণ্য ক্রয়ে গ্রাহকরা সর্বোচ্চ ৫ হাজার টাকা মূল্যের সুমাস টেক ভাউচার পাবেন, যা নির্ধারিত সুমাস টেক আউটলেটে ব্যবহার করা যাবে।
পার্টনারশিপটি বাস্তবায়নে রাজধানীর বসুন্ধরায়, জিপি হাউসে সম্প্রতি চুক্তি স্বাক্ষরের পর গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান বলেন, এই পার্টনারশিপের মাধ্যমে আমাদের গ্রাহকরা ভবিষ্যত-উপযোগী টেলিকম ও ডিজিটাল সল্যুশনসহ তাদের পছন্দের গ্যাজেট ইলেকট্রনিক্স এক স্থানে সহজলভ্য হবে, যা তাদের ডিজিটাল-ফার্স্ট জীবনধারাকে আরও সমৃদ্ধ করবে।
সুমাস টেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং ডিরেক্টর আবু সাইদ পিয়াস বলেন, গ্রাহকদের জন্য আমরা একসাথে এনেছি সেরা টেলিকম ও ইলেকট্রনিকস অভিজ্ঞতার নিশ্চয়তা; পাশাপাশি পণ্য কেনার ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধাও।