৪জি ক্লাউড হ্যান্ডসেটে এনেছে টেলিটক
ফিচার ফোনেই ব্যবহার করা যাবে ইডটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৬:২৩, ৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৫:০৩, ৭ ডিসেম্বর ২০২৫
ফোরজি ক্লাউট ভোল্টি হ্যান্ডসেট উদ্বোধন করেন টেলিটকের এমডি
৪ জি ক্লাউড হ্যান্ডসেটে এনেছে টেলিটক
টেলিটক বাজারের এনেছে সাশ্রয়ী মূল্যে স্মাটফোনের সুবিধার ফোরজি ক্লাউট ভয়েস ওভার লং-টার্ম ইভোলিউশন (ভোল্টি) হ্যান্ডসেট বান্ডেল অফার। ৪ ডিসেম্বর, বাটন ফোনে স্মার্টফোনের সুবিধায় তৈরি নতুন ৪জি ক্লাউড ভোল্টি হ্যান্ডসেট ও এর সাথে বান্ডেল অফারের উদ্বোধন করেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী ।
নতুন এই অফারের আওতায় গ্রাহক মাত্র ২ হাজার ৪৯৯ টাকায় সিমসহ ৪জি ক্লাউড হ্যান্ডসেট ক্রয় করতে পারবেন। এই সেটে গ্রাহক ইডটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক উপভোগ করার সুযোগ পাবেন। সাথে ট্যাগিং অফার হিসেবে ৭ দিন মেয়াদে ২ জি ডাটা একদম ফ্রি। এছাড়া, মাত্র ৪৯ টাকায় ২৫ মিনিট টক টাইমের সাথে ১০ এসএমএস ও ২ জিবি ইন্টারনেট এবং ৮৯ টাকায় ৫০ মিনিট মিনিট টক টাইমের সাথে ২০ এসএমএস ও ৫ জিবির ২ টি বান্ডল অফার, যার মেয়াদ যথাক্রমে ১৫ দিন ও ৩০ দিন।
স্যামসাংয়ের মাল্টি ফোল্ডিং স্মার্টফোন আসছে ১২ ডিসেম্বর
গ্রাহক ইউএসএসডি কোড ডায়াল করার মাধ্যমে বান্ডেল অফার ৪ ডিসেম্বর থেকে ৬ মাস সময় পযর্ন্ত যতবার ইচ্ছা ততবার গ্রহণ করা যাবে বলে টেলিটকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রাথমিকভাবে, ঢাকার গ্রাহক সেবা কেন্দ্র গুলশান-১, আজিমপুর, মিরপুর-১০, শেরে-বাংলা নগর, উত্তরা পোস্ট অফিস, শ্যামলী এবং ঢাকার বাইরে উত্তর অঞ্চলের রংপুর ও রাজশাহী, চট্টগ্রামের দামপাড়া ও কক্সবাজার গ্রাহক সেবা কেন্দ্র থেকে হ্যান্ডসেটটি ক্রয় করা যাবে।
৫০০ বিলিয়ন ডলার সম্পদের পাহাড় ইলন মাস্কের
সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
