রপ্তানির পরিকল্পনাও আছে
বিশ্বে অনার মোবাইলের পঞ্চম কারখানাটি গাজীপুরে
টেকস্ক্রল
প্রকাশ: ১২:৪০, ৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৩৬, ৩ ডিসেম্বর ২০২৫
কালিয়াকৈর হাইটেক সিটিতে অনারের কারখানা উদ্বোধন
অনারের পঞ্চম কারখানা বাংলাদেশে
গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে এআই প্রযুক্তিনির্ভর স্মার্টফোন তৈরির কারখানা চালু করেছে চীনা কোম্পানি অনার। চীনের পাঁচটি অঞ্চলে তাদের কারখানা আছে। এছাড়া ইন্দোনেশিয়াতেও রয়েছে একটি। এরপরই অনারের কারখানা স্থাপন হলো বাংলাদেশে।
স্যামসাংয়ের মাল্টি ফোল্ডিং স্মার্টফোন আসছে ১২ ডিসেম্বর
মঙ্গলবার বিকেলে কারখানাটির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এসময় কারখানা পরিচালনাকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিসের এমডি জহিরুল ইসলাম, আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী, বিটিআরসির পরিচালক মোহাম্মদ নূরন্নবী, অনারের দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রেসিডেন্ট জর্জ ঝেং এবং গ্লোবাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট ডেরিক ডেং উপস্থিত ছিলেন।
প্রতিদিন তৈরি হবে দেড় হাজার ফোন
প্রাথমিকভাবে সেখানে একটি প্রোডাকশন লাইনে কাজ চলবে। দিনে তৈরি হবে দেড় হাজার ফোন। এছাড়া এক বছর পর আরও চারটি লাইন চালুর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। ভবিষ্যতে এখান থেকে স্মার্টফোন রপ্তানির চিন্তা কর্মকর্তাদের। এসব ফোনে মেড ইন বাংলাদেশ সিল থাকবে। যা বহির্বিশ্বে বাংলাদেশের প্রযুক্তি সক্ষমতা তুলে ধরবে। যন্ত্রাংশ সংযোজনের গুরুত্বপূর্ণ ধাপগুলোতে এআই চালিত অটোমেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে ফোনগুলোর মান নিশ্চিত করা সম্ভব হবে।
সচল ফোন বন্ধ হবে না, টুজি কি থাকবে , বিটিআরসি কমিশনার যা জানালেন
