ডিসেম্বর থেকে মিলবে ইউরোপে
পূর্ণাঙ্গ বৈদ্যুতিক পিকআপ আনলো টয়োটা
টেকস্ক্রল
প্রকাশ: ১১:৩২, ১৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:৪৯, ১৩ নভেম্বর ২০২৫
এক চার্জে ২৪০ কিলো যাবে হাইলাক্স
সাইবার ট্রাকের পদাঙ্ক অনুসরণ
বৈদ্যুতিক বাহন তৈরি নিয়ে প্রতিযোগিতায় নেমেছে বিশ্বের প্রায় সব বড় গাড়ি নির্মাতা কোম্পানি। টেসলার সাইবার ট্রাক তো পিকআপ ক্যাটাগরিতে এতোটাই পরিচিত নাম হয়ে গেছে যে শিশুরাও সেটা জানে। একই ক্যাটাগরিতে বাজার মাতাচ্ছে রিভিয়ানের আর ওয়ান টি, ফোর্ডের এফ ওয়ান ফাইভ জিরো লাইটনিং। এই পথে এবার পা বাড়ালো জাপানের টয়োটা। এরইমধ্যে তারা প্রথম পূর্ণাঙ্গ বৈদ্যুতিক পিকআপ তৈরি করেছে। যা আত্মপ্রকাশ করেছে থাইল্যান্ডে। এটি টয়োটার অন্যতম জনপ্রিয় হাইলাক্সের নতুন মডেল।
কী আছে সাকিবের টাইগার গ্যারাজে?
যা যা থাকছে
নতুন হাইলাক্স সিঙ্গেল ও ডবল কেবিনে পাওয়া যাবে। তবে ইউরোপের দেশগুলোয় শুধু ডাবল কেবিনেরটা মিলবে। গাড়িটিতে একটি একক অল-ইলেকট্রিক সেটআপ দেয়া হয়েছে। প্রতিটি অ্যাক্সেলের জন্য একটি করে বৈদ্যুতিক মোটর আছে। ব্যাটারি প্যাকটি ৫৯.২ কিলোওয়াট-ঘণ্টার ব্যাকআপ দেবে। সর্বোচ্চ শক্তি পাওয়া যাবে ১৯৩ হর্সপাওয়ার। সামনের মোটর ১৫১ পাউন্ড পার ফুট টর্কের। পিছনেরটি ১৯৮ টর্ক দেবে। গাড়িটির সর্বোচ্চ পে-লোড ক্ষমতা ৭১৫ কেজি।
রোবোট্যাক্সির দ্রুত বিস্তার ঘটাচ্ছে গুগল
ড্রাইভিং রেঞ্জ
বৈদ্যুতিক হাইলাক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ড্রাইভিং রেঞ্জ। একবার পূর্ণ চার্জ করলে প্রায় ২৪০ কিলোমিটার যেতে সক্ষম। আধুনিক ইলেকট্রিক ভেহিকেল বলতে যা বোঝায়, তাতে এক চার্জে ২৪০ কিলোমিটার রেঞ্জ অবশ্য খুব বেশি না। তবে স্বল্প দূরত্বে মালামাল পরিবহনের জন্য এটি যথেষ্ট।
পিকআপটি একটি ডিসি চার্জার থেকে সর্বোচ্চ ১৫০ কিলোওয়াট ইনপুট নিতে পারে। নতুন টয়োটা হাইলাক্স ইউরোপে বিক্রি শুরু হবে আগামী ডিসেম্বরে।
সূত্র: ইনসাইড ইভি
