মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

| ১৭ অগ্রাহায়ণ ১৪৩২

নিপীড়নের ভিডিও তৈরি করতেন

১ লাখ ২০ হাজার হোম ক্যামেরা হ্যাকিংয়ে ৪ জন গ্রেপ্তার

প্রকাশ: ১৪:৩৮, ২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৫:৪২, ২ ডিসেম্বর ২০২৫

১ লাখ ২০ হাজার হোম ক্যামেরা হ্যাকিংয়ে ৪ জন গ্রেপ্তার

১ লাখ ২০ হাজার হোম ক্যামেরা হ্যাকিং

আইপি ক্যামেরা হ্যাক করা সহজ

যৌন নিপীড়নের ভিডিও তৈরি করতে দক্ষিণ কোরিয়ায় ১ লাখ ২০ হাজারের বেশি আইপি ক্যামেরা হ্যাক করা হয়েছে। যেগুলো বিভিন্ন বাড়িতে ব্যবহার হয়। এর সঙ্গে জড়িত চারজন পুলিশের হাতে ধরা পড়েছে। এসব ক্যামেরার ভিডিও ব্যবহার করে ভিনদেশি একটি ওয়েবসাইটের জন্য যৌন নিপীড়নমূলক কনটেন্ট তৈরি করা  হতো।

 ডার্ক ওয়েবে ব্যক্তিগত ডাটা বিক্রির অনাচার আর নয়:ফয়েজ আহমদ তৈয়্যব

দক্ষিণ কোরিয়ার পুলিশ বলেছে, এই হ্যাকিংয়ে আইপি ক্যামেরার সহজ পাসওয়ার্ডের দুর্বলতাকে কাজে লাগানো হয়েছে।

ক্লোজ সার্কিট বা সিসি ক্যামেরার চেয়ে কম খরচ আইপি ক্যামেরায়, যাকে সাধারণত হোম ক্যামেরাও বলে। বাড়ির ইন্টারনেট নেটওয়ার্কের সঙ্গে এগুলো যুক্ত থাকে। সাধারণত নিরাপত্তা কিংবা শিশুকে পর্যবেক্ষণের জন্য বসানো হয় এসব ক্যামেরা।

ভিডিও দেখলেও গ্রেপ্তার

দেশটির পুলিশ এজেন্সি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এসব কনটেন্স বানাতে একে অপরের সঙ্গে মিলে কোনো ষড়যন্ত্র করেনি। এদের একজনের বিরুদ্ধে অভিযোগ, ৬৩ হাজার ক্যামেরা হ্যাক করে ৫৪৫টি ভিডিও তৈরি করেছেন তিনি। এসব ভিডিও প্রায় ১২ হাজার ২৩৫ ডলার দামে বিক্রিও করেছেন। আরেকজনের বিরুদ্ধে অভিযোগ, ৭০ হাজার ক্যামেরার অ্যাক্সেস নিয়ে ৬৪৮টি ভিডিও তৈরি করে ১২ হাজার ডলারের বেশি দামে বিক্রি করেছেন।

যে ওয়েবসাইটের কাছে এসব ভিডিও বিক্রি করা হয়েছে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে কোরিয়ার পুলিশ। এজন্য আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ শুরু করেছে তারা। এমনকি ওই ওয়েবসাইট থেকে কনটেন্ট কেনার দায়েও তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 নিজ এনআইডিতে সিম রেজিস্ট্রেশন না থাকলে কি করবেন

আইপি ক্যামেরা হ্যাকিং, তা থেকে ভিডিও বানানো এবং সে ভিডিও দেখা, এসব বিষয়কে ব্যক্তিগত নিরাপত্তার গুরুতর লঙ্ঘন বলছে পুলিশ। এমন ঘটনা ঠেকাতে ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ এবং পাসওয়ার্ড পরিবর্তনের অনুরোধও করছে দক্ষিণ কোরিয়ার পুলিশ।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন