রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ২ কার্তিক ১৪৩২

ওপেনএআইয়ের নতুন ফিচার-পালস

বন্ধ করে রাখলেও ঘুমাবে না চ্যাটজিপিটি, সংগ্রহ করবে তথ্য

প্রকাশ: ১০:১২, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:১৩, ৩০ সেপ্টেম্বর ২০২৫

বন্ধ করে রাখলেও ঘুমাবে না চ্যাটজিপিটি, সংগ্রহ করবে তথ্য

রাতে ঘুমুতে গেলেন চ্যাটজিপিটি বন্ধ করে। ভাবলেন, এখন আর কাজ করছে না এআই অ্যাসিসটেন্ট। ওপেনএআই এমন এক ফিচার এনেছে, যেখানে এ ধারণা ভুল হবে। সকালে আপনার সঙ্গে কথা চালাতে হবে, তাই রাতভর আপনাকে সাহায্য করতে পারে এমন সব তথ্য সংগ্রহ করতে থাকবে চ্যাটজিপিটি।

এআই সিস্টেমটিতে পালস নামের নতুন ফিচার যুক্ত হয়েছে, যা তাকে এই কাজ করতে সহায়তা করছে। উদ্যোগের মাধ্যমে চ্যাটজিপিটিকে আরও সক্রিয় করে তোলা হচ্ছে, যেন সেটি শুধু প্রশ্নের উত্তর দেয়ায় সীমাবদ্ধ না থাকে।

ফিচারটি ব্যবহারকারীর নানান তথ্য, যেমন আগের চ্যাটিং সেগুলোর ফিডব্যাক এবং সংযোগ আছে এমন অ্যাপ যেমন ক্যালেন্ডার থেকে তথ্য ব্যবহার করবে। ব্যবহারকারীও পালস ফিচারের তথ্য সম্পর্কে মত দিতে পারবেন, যা চ্যাটজিপিটিকে আরও উপযোগী তথ্য উপস্থাপনায় সাহায্য করবে।

সিস্টেমটি এক সেট কার্ড প্রদর্শন করবে, যেখানে ব্যবহারকারী একেকটি ক্লিক করে বিস্তারিত জানতে পারবেন। যেমনকোনো মিটিং সম্পর্কে তথ্য বা ক্যালেন্ডারে থাকা ভ্রমণ পরিকল্পনার সময়সূচির প্রস্তাব এসব কার্ডে থাকবে।

ওপেনএআই দাবি করেছে, ফিচারটি এমন নয় যে, মানুষ বিরতিহীনভাবে স্ক্রল করবে। প্রতিদিনের বিভিন্ন আপডেট কেবল ওই দিনই দেখা যাবে। বর্তমানে ফিচারটি কেবল চ্যাটজিপিটির পেইড সাবস্ক্রিপশনের জন্যই চালু রয়েছে।

ওপেনএআই বলেছে, ভবিষ্যতে আরও উন্নত হবে ফিচারটি। ব্যবহারকারী যেভাবে যোগাযোগ করবেন, সেভাবে ধীরে ধীরে নিজেকে বদলাবে চ্যাটজিপিটি। এমনকি ভবিষ্যতে ব্যবহারকারীর হয়ে যোগাযোগও করতে পারবে।

ওপেনএআই আরও বলেছে, সময়ের সঙ্গে সঙ্গে তারা এমন এআই সিস্টেম কল্পনা করছে, যা সরাসরি জিজ্ঞেস করা ছাড়াই ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী গবেষণা, পরিকল্পনা করতে কিংবা সহায়ক বিভিন্ন কাজ করে দিতে পারবে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন