যুক্ত করা যাবে নানা সেবা
চ্যাটজিপিটিতে নিজস্ব অ্যাপ ভল্ট আনছে ওপেনএআই
টেক স্ক্রল
প্রকাশ: ১৩:৪১, ২১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৫:৪৪, ২১ ডিসেম্বর ২০২৫
ছবি প্রতীকী: চ্যাটজিপিটিতে আসছে নিজস্ব অ্যাপ ভল্ট
যুক্ত করা যাবে নানা সেবা
পূর্ণাঙ্গ ডিজিটাল প্লাটফর্মে রূপ নিচ্ছে চ্যাটজিপিটি। এখন আর শুধু প্রশ্নের উত্তর দেয়াতেই সীমাবদ্ধ নেই। এই সেবার ভেতরেই থার্ড পার্টি অ্যাপ চালুর সুযোগ মিলছে। তৃতীয় পক্ষের অ্যাপ জমা দেয়ার প্রক্রিয়াও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নতুন এ ব্যবস্থায় চ্যাটবটটির ভেতরেই একটি অ্যাপ ভাণ্ডার তৈরি হচ্ছে। এটি টুলস মেনু থেকে ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা চ্যাট চলা অবস্থাতেই প্রয়োজনীয় বিভিন্ন পরিষেবা যুক্ত করতে পারবেন এখন থেকে।
সাইবার নিরাপত্তায় মানুষের চেয়ে দক্ষ এআই
অনেকের মতে, উদ্যোগটির ফলে ভ্রমণ বুকিং, বাসা বা ফ্ল্যাট খোঁজা, ডিজাইন তৈরি কিংবা নিত্যপণ্যের অর্ডারের মতো কাজ আলাদা অ্যাপে না গিয়ে একই জায়গা থেকে করা সম্ভব হবে। এতে একাধিক ডিজিটাল সেবা ব্যবহারের জন্য বারবার অ্যাপ বদলানো লাগবে না।
গত অক্টোবরে সীমিত পরিসরে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সেবা যুক্ত করা করেছিলো ওপেনএআই। তখন ট্যুর, মিউজিক, রিয়েল এস্টেট ও ডিজাইন-বিষয়ক কিছু পরিষেবার মাধ্যমে চ্যাটজিপিটির সক্ষমতা পরীক্ষা করা হয়। এবার সে সুযোগ সব ডেভেলপারের জন্য উন্মুক্ত করা হলো।
এছাড়া ডেভেলপারদের জন্য একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট চালু করেছে ওপেনএআই, যা এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এই কিট ব্যবহার করে চ্যাটজিপিটির জন্য অ্যাপ তৈরি, পরীক্ষা ও উন্নয়ন করা যাবে। এমন অ্যাপগুলোর নিরাপত্তা ও ব্যবহারযোগ্যতা যাচাইয়ের পর ভল্টে যুক্ত করার জন্য অনুমোদন দেয়া হবে।
আগামী এক বছরের মধ্যে ধাপে ধাপে অনুমোদিত অ্যাপগুলো সবার জন্য চালু হবে আশা করা হচ্ছে। ফলে চ্যাটবট ও অপারেটিং সিস্টেমের মধ্যকার পার্থক্য কমে আসবে।
সূত্র: ইন্ডিয়া টুডে
