বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

| ১ মাঘ ১৪৩২

পিক্সভার্সের রিয়েল টাইম ভিডিও টুল

আলিবাবার কারণে বড় চ্যালেঞ্জে ওপেনএআই

টেক স্ক্রল

প্রকাশ: ১৬:৩৯, ১৫ জানুয়ারি ২০২৬

আলিবাবার কারণে বড় চ্যালেঞ্জে ওপেনএআই

রিয়েল টাইম ভিডিও টুল এনেছে পিক্সভার্স

পিক্সভার্স চীনভিত্তিক একটি এআই স্টার্টআপ। এর পেছনে কাজ করছে চীনা জায়ান্ট আলিবাবা। এই পিক্সভার্স মঙ্গলবার তাদের ভিডিও তৈরির এআই টুল প্রকাশ করে যা ব্যবহারকারীকে ভিডিও তৈরির সময়ে অর্থাৎ রিয়েল টাইমে চরিত্রের বিভিন্ন পোজ, হাসি-কান্নাসহ নানা বিষয় নিয়ন্ত্রণের সুযোগ দেয়। ভিডিওটি চলার সাথে সাথেই এসব নির্দেশের প্রতিফলন দেখা যাবে। এই ব্যবস্থাকে বলা হচ্ছে রিয়েল টাইম ইন্টারেকটিভ ভিডিও জেনারেশন টুল।

 ২০২৮ সালের মধ্যে কিবোর্ডের ব্যবহার বন্ধ হয়ে যেতে পারে

পিক্সভার্সের কো-ফাউন্ডার জাডেন শি, এক সাক্ষাৎকারে বলেন, তাদের নতুন ভিডিও টুল এক অপার সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। এটি এমন এক ব্যবস্থা তৈরি করবে, যেখানে কেউ ভিডিও গেম খেললেও তাকে পূর্ব নির্ধারিত কোনো গল্পের ওপর নির্ভর করতে হবে না। এই টুলের মাধ্যমে নতুন ব্যবসায়িক মডেল তৈরি হতে পারে বলেও জানান জাডেন।

পিক্সভার্সের কার্যক্রম শুরু হয় ২০২৩ সালে। গেল বছর তারা ৬০ মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করে যার পেছনে মূল ভূমিকা রাখে আলিবাবা।

ইসরায়েলি স্টার্টআপ লাইট্রিক্স ছাড়া বিশ্বের সেরা ৮টি এআই ভিডিও জেনারেশন মডেল চীনের বিভিন্ন কোম্পানির। এদের মধ্যে অনেকে ওপেনএআইয়ের প্রিমিয়াম ভিডিও তৈরির মডেল সোরা-২ এর চেয়েও দ্রুত কাজ করে। এদের মাসিক ফিও সোরার চেয়ে কম।

সূত্র: সিএনবিসি

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন