সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

| ২৮ পৌষ ১৪৩২

পরীক্ষামূলকভাবে চালু

অবশেষে এল চ্যাটজিপিটির ব্যক্তিগত স্বাস্থ্য সহকারী

টেক স্ক্রল

প্রকাশ: ২১:০৩, ১০ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:৫৭, ১১ জানুয়ারি ২০২৬

অবশেষে এল চ্যাটজিপিটির ব্যক্তিগত স্বাস্থ্য সহকারী

অবশেষে এল চ্যাটজিপিটির ব্যক্তিগত স্বাস্থ্য সহকারী

পরীক্ষামূলকভাবে চালু

এখন থেকে ব্যবহারকারীকে ব্যক্তিগত স্বাস্থ্য বিষয়ক উপযোগী উত্তর দিতে পারবে চ্যাটজিপিটি। এমন একটি ফিচার যুক্তরাষ্ট্রে চালু করেছে ওপেনএআই। এক্ষেত্রে ব্যবহারকারীর চিকিৎসা বিষয়ক নথি এবং স্বাস্থ্য সংক্রান্ত অ্যাপের তথ্য বিশ্লেষণ করবে চ্যাটজিপিটি হেলথ নামে ফিচারটি। এই সুবিধার মাধ্যমে স্বাস্থ্য ও সুস্থতা সংক্রান্ত প্রশ্নে আরও প্রাসঙ্গিক তথ্য দেয়ার পরিকল্পনা করেছে ওপেনএআই। তবে স্বাস্থ্যতথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ছে।

 এবারে ব্যক্তিগত স্বাস্থ্যসহকারী আনতে যাচ্ছে ওপেনএআই

ওপেনএআই জানিয়েছে, কেউ চাইলে চিকিৎসা নথির পাশাপাশি অ্যাপল হেলথ, পেলোটন ও মাইফিটনেসপালের মতো অ্যাপ থেকে সংগ্রহ করা তথ্য চ্যাটজিপিটির সঙ্গে শেয়ার করতে পারবেন। এসব তথ্য বিশ্লেষণের ভিত্তিতে উত্তর দেবে এআই চ্যাটবটটি। তবে এই ফিচার রোগনির্ণয় বা চিকিৎসার বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে ওপেনএআই। চ্যাটজিপিটি হেলথের কথোপকথন সাধারণ চ্যাটের সঙ্গে সংরক্ষণ করা হবে না। এছাড়া এসব তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের প্রশিক্ষণের কাজেও ব্যবহার করবে না বলে ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

তবে এই ফিচার নিয়ে উদ্বেগও তৈরি হয়েছে। এআই মার্কেটিং প্ল্যাটফর্ম আজোমার সিইও ম্যাক্স সিনক্লেয়ার মনে করেন, চ্যাটজিপিটি হেলথ চালুর মাধ্যমে ওপেনএআই তাদের চ্যাটবটকে একটি বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরামর্শদাতা হিসেবে উপস্থাপন করতে চায়। তবে এই ফিচার ভবিষ্যতে রোগীর সেবা ও খুচরা বাজার-দুই ক্ষেত্রেই প্রভাব ফেলতে পারে।

প্রাথমিকভাবে অল্প কিছু ব্যবহারকারীর জন্য চ্যাটজিপিটি হেলথ চালু করা হয়েছে। আগ্রহীদের জন্য একটি অপেক্ষমাণ তালিকাও করেছে ওপেনএআই।

 নিজ এনআইডিতে সিম রেজিস্ট্রেশন না থাকলে কি করবেন

সূত্র: বিবিসি

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন