বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

| ২৯ পৌষ ১৪৩২

আসছে লিংকডইনের মতো ফিচার

চাকরি খুঁজে দেবে, সিভিও বানিয়ে দেবে চ্যাটজিপিটি

টেক স্ক্রল

প্রকাশ: ০৯:৪৮, ১৩ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৩:১৬, ১৩ জানুয়ারি ২০২৬

চাকরি খুঁজে দেবে, সিভিও বানিয়ে দেবে চ্যাটজিপিটি

চাকরি খুঁজে দেবে, সিভিও বানিয়ে দেবে চ্যাটজিপিটি

আসছে লিংকডইনের মতো ফিচার

করপোরেট ক্ষেত্রে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম লিংকডইনের মতো সুবিধা আনতে যাচ্ছে চ্যাটজিপিটি। এই ফিচারের নাম দেয়া হয়েছে ‘জবস’। যেখানে দ্রুত পছন্দের চাকরির সন্ধান দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা। কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি নিয়োগ বিজ্ঞপ্তি দিলেই ব্যবহারকারীদের দক্ষতা ও অভিজ্ঞতার তথ্য পর্যালোচনা করে চাকরির তথ্য জানাবে চ্যাটবটটি।

 অবশেষে এল চ্যাটজিপিটির ব্যক্তিগত স্বাস্থ্য সহকারী

শুধু তা–ই নয়, নির্দিষ্ট চাকরির উপযোগী সিভি তৈরির পাশাপাশি ব্যবহারকারীদের পেশাগত জীবনের পরিকল্পনাও বানিয়ে দেবে। এরইমধ্যে কিছু ব্যবহারকারীর ওপর ‘জবস’ ফিচারের কার্যকারিতা পরীক্ষা শুরু করেছে ওপেনএআই।
কোম্পানিটির তথ্য অনুযায়ী, জবস সুবিধার মাধ্যমে নিজেদের জীবনবৃত্তান্তে সঠিকভাবে দক্ষতা ও অভিজ্ঞতার তথ্য তুলে ধরার পাশাপাশি নিজের যোগ্যতা অনুযায়ী চাকরির সন্ধান পাওয়া যাবে। একই সঙ্গে নিজের পেশাগত পরিকল্পনা অনুযায়ী বিকল্প চাকরির সুযোগ তৈরির সুযোগও মিলবে।

 ইউটিউবে টেক স্ক্রল
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, জবস সুবিধাটি চ্যাটজিপিটির সাইডবারে যুক্ত করা হতে পারে এবং এতে ইন্টারঅ্যাকটিভ ইন্টারফেস যুক্ত করার সম্ভাবনা রয়েছে। তবে জবস সুবিধাটি কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত করা হবে, এখনো সেটি ঘোষণা করেনি ওপেনএআই।

সূত্র: ব্লিপিং কম্পিউটার

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন