রোববার, ০৯ নভেম্বর ২০২৫

| ২৪ কার্তিক ১৪৩২

সোশাল অ্যাপে শক্তিশালী হচ্ছে ওপেনএআই

ডাউনলোড সংখ্যায় চ্যাটজিপিটিকে হারাল সোরা ভিডিও অ্যাপ

টেকস্ক্রল

প্রকাশ: ১২:৪৮, ১২ অক্টোবর ২০২৫

ডাউনলোড সংখ্যায় চ্যাটজিপিটিকে হারাল সোরা ভিডিও অ্যাপ

অ্যাপ উন্মোচনের পাঁচদিনের মাথায় ১০ লাখ ডাউনলোডের মাইলফলক অতিক্রম করেছে ওপেনএআইয়ের  সোরা অ্যাপ। একই সঙ্গে চ্যাটজিপিটির প্রথম পাঁচদিনের ডাউনলোড রেকর্ড ছাড়িয়ে গেছে এটি। যুক্তরাষ্ট্রের অ্যাপল অ্যাপ স্টোরে শীর্ষে থাকা সোরা, সহজ টেক্সট প্রম্পট থেকে ১০ সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারে যা অনেকটাই বাস্তবসম্মত। তবে কপিরাইট আছে এমন সামগ্রী ও মৃত ব্যক্তিদের ছবি ব্যবহারের কারণে এটি অনলাইনে সমালোচনার মুখেও পড়েছে।

এই অ্যাপ এখন শুধু যুক্তরাষ্ট্র ও কানাডার আইফোন ব্যবহারকারীদের জন্যই উন্মুক্ত করা হয়েছে। এই অ্যাপে ব্যবহারকারীরা শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও শেয়ার করতে পারেন। এই অ্যাপ দিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করলো ওপেনএআই। আর শুরুতেই ডাউনলোডে রেকর্ড গড়ে, নিজের শক্ত অবস্থান জানান দিচ্ছে সোরা।

সোরা অ্যাপের মূল ফিচার ক্যামিও, ব্যবহারকারীকে নিজের মুখের ছোট ভিডিও রেকর্ড ও আপলোডের সুবিধা দেয়। অন্যরা সে মুখ ব্যবহার করে নতুন ভিডিও তৈরি করতে পারলেও, মূল মালিক ব্যবহারকারীই থাকবেন।

রিমিক্স ফিচারটি, ব্যবহারকারীদের চলমান ট্রেন্ড বা জনপ্রিয় ক্লিপের সঙ্গে যুক্ত  হয়ে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। প্রতিটি ভিডিওর দৈর্ঘ্য সর্বোচ্চ ১০ সেকেন্ড। নিরাপত্তা ও নৈতিকতার কারণে অ্যাপে সহিংস, অশ্লীল বা রাজনৈতিক কনটেন্ট তৈরির নেই। এমনকি জনপ্রিয় ব্যক্তিদের মুখ ব্যবহারও নিষিদ্ধ।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন