রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ২ কার্তিক ১৪৩২

করা যাবে অ্যাডাল্ট বিষয়ে আলোচনা

প্রাপ্তবয়স্ক প্রেমিকা-প্রেমিকের মতো আচরণ করবে চ্যাটজিপিটি

প্রকাশ: ১১:৩৯, ১৫ অক্টোবর ২০২৫

প্রাপ্তবয়স্ক প্রেমিকা-প্রেমিকের মতো আচরণ করবে চ্যাটজিপিটি

অ্যাডাল্ট কনটেন্ট বিষয়ে ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান স্পষ্ট নীতিগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা খুব শিগগির চ্যাটজিপিটির একটি কম সেন্সর করা সংস্করণে ঢুকতে পারবেন যেখানে থাকবে যৌন সামগ্রী।

ডিসেম্বরে আরও বিশদভাবে বয়সসীমা চালু করবে চ্যাটজিপিটি। এর অংশ হিসেবেই নির্দিষ্ট বয়সের বেশি বয়সীদের জন্য, যৌন উদ্দীপক বিষয় অনুমোদন দেয়া হবে। এক পোস্টে একথা জানান অল্টম্যান।

অল্টম্যানের মতে, ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা করার জন্য চ্যাটজিপিটির বর্তমান সংস্করণগুলিকে অনেকটাই সীমাবদ্ধ করা হয়েছিল। কিন্তু সেই পদ্ধতি চ্যাটবটটিকে কম কার্যকর এবং অনেক ব্যবহারকারীর কাছে উপভোগ্য করে তুলেছে যাদের কোনও মানসিক স্বাস্থ্য সমস্যা ছিল না।

তিনি আরও বলেন, গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো এখন অনেকটাই প্রশমিত করতে সক্ষম হয়েছে ওপেনএআই। এছাড়া কম বয়সীদের ক্ষেত্রে কনটেন্ট নিয়ন্ত্রণের জন্য নতুন পদ্ধতিও হাতে পেয়েছে কোম্পানি। তাই বেশিরভাগ ক্ষেত্রেই নিরাপত্তার কারণে করা বিধিনিষেধ শিথিল করবেন তারা।

নতুন পদ্ধতি বলতে, সেপ্টেম্বরে চালু হওয়া নিরাপত্তা বৈশিষ্ট্য এবং অভিভাবকদের নিয়ন্ত্রণ ব্যবস্থাকে বোঝানো হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে, অপ্রাপ্তবয়স্কদের জন্য সুরক্ষা ব্যবস্থা যত শক্তিশালী হবে, চ্যাটজিপিটিতে অ্যাডাল্ট কনটেন্ট ততো বাড়ানোর জন্যও ওপেনএআই প্রস্তুত রয়েছে বলেই ধারণা করা হচ্ছে।

স্যাম অল্টম্যান আরও লেখেন, চ্যাটজিপিটির তা-ই করা উচিৎ যা ব্যবহারকারী চান। অর্থাৎ বন্ধুর মতো সাড়া দেয়া, প্রচুর ইমোজি ব্যবহার করা ইত্যাদি। এ থেকে এটা ধারণা করা যায় যে, ব্যবহারকারীর সঙ্গে প্রেমিক-প্রেমিকার মতো আচরণ করার মতো করে তৈরি করা হচ্ছে চ্যাটজিপিটির নতুন সংস্করণ। যেখানে নির্দিষ্ট সীমা পর্যন্ত অ্যাডাল্ট কনটেন্ট থাকতে পারে।

সূত্র: সিএনবিসি

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন