থাকবে না গুগল অ্যাসিস্টেন্ট
জেমিনাই চ্যাটবট আসছে গুগল টিভিতে
টেকস্ক্রল
প্রকাশ: ১২:১৭, ১২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:৫১, ১৩ নভেম্বর ২০২৫
জেমিনাই চ্যাটবট আসছে গুগল টিভিতে
পাল্টে দেবে দেখার অভিজ্ঞতা
ব্যবহারকারীরা এখন চাইলেই কমান্ড দিতে পারবেন গুগল টিভিকে। কেউ অ্যাকশন থ্রিলার পছন্দ করেন আর তার স্ত্রী ভিন্ন কিছু, তাহলে তারাও সাজেশন চাইতে পারবেন টিভির কাছে যে কোন সিনেমাটি একসঙ্গে দেখতে পারেন। কিংবা এটিও হতে পারে যে, ব্যবহারকারী জানতে চাইলেন পুরনো একটি সিরিজের শেষ সিজনে কি ঘটেছিলো? এসবই সম্ভব হতে যাচ্ছে কারণ, গুগল টিভি স্ট্রিমারে দ্রুতই চালু হবে জেমিনাই। যা ধীরে ধীরে গুগল অ্যাসিস্ট্যান্টের জায়গা নিয়ে নেবে।
রোবোট্যাক্সির দ্রুত বিস্তার ঘটাচ্ছে গুগল
শুধু বিনোদন নয়, শিখাবেও
গুগল বলেছে, জেমিনাই ফর টিভি শুধু বিনোদনেই সীমাবদ্ধ থাকবে না, প্রশ্নের উত্তরও দিতে পারবে। শিশুরা টিভির মাধ্যমেও শিখতে পারবে। এ ছাড়া ব্যবহারকারীদের ইউটিউব ভিডিওর সাহায্যে রান্না বা ডু-ইট-ইওরসেলফ প্রজেক্ট শেখাতেও সাহায্য করবে জেমিনাই। রিমোটের মাইক্রোফোন বোতাম চেপেই জেমিনাইকে একটিভ করা যাবে। আপডেটটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চালু হবে।
২০২৮ সালের মধ্যে কিবোর্ডের ব্যবহার বন্ধ হয়ে যেতে পারে
গেল সেপ্টেম্বরে গুগল বলেছিল, নির্দিষ্ট কিছু টিসিএল টিভিতে প্রথমে জেমিনাই চালু হবে। পরে হাইসেন্স ইউ৭, ইউ৮, ইউএক্স ও টিসিএল কিউএম৭কে, কিউএম৮কে এবং এক্স১১কে মডেলেও এটি যুক্ত হবে। এই পরিবর্তন গুগলের বড় পরিকল্পনার অংশ। বিভিন্ন প্ল্যাটফর্মে গুগল অ্যাসিস্ট্যান্টকে বাদ দিয়ে জেমিনাইকে আনতে যাচ্ছে কোম্পানিটি।
সূত্র: টেকক্রাঞ্চ
