মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

| ৩০ অগ্রাহায়ণ ১৪৩২

জিপিটি-৫.১ সংস্করণ উন্মুক্ত

এখন আরও বেশি মানবিক-বুদ্ধিমান চ্যাটজিপিটি

টেকস্ক্রল

প্রকাশ: ১২:৩৪, ১৩ ডিসেম্বর ২০২৫

এখন আরও বেশি মানবিক-বুদ্ধিমান চ্যাটজিপিটি

এখন আরও বেশি মানবিক-বুদ্ধিমান চ্যাটজিপিটি

ব্যবহারকারীদের অসন্তোষ থেকেই উন্নত সংস্করণ

জিপিটি-৫ উন্মোচনের মাত্র তিন মাস পরই ওপেনএআইয়ের নতুন চমক। মার্কিন কোম্পানিটি এবার উন্মোচন করলো জিপিটি-৫.১ সংস্করণ। আগের সংস্করণে যেসব কমতি ছিলো, নতুনটিতে সেগুলো কমানোর চেষ্টা করা হয়েছে। কোম্পানিটির দাবি, নতুন সংস্করণ একটু বেশি বুদ্ধিমান। উত্তর দেয়ার ক্ষেত্রে এটি আরও মানবিক অনুভূতি যোগ করতে পারে। চ্যাটজিপিটির যান্ত্রিক কথোপকথন আর নির্দেশ পালনে দক্ষতার অভাব নিয়ে অনেক দিন ধরেই অসন্তোষ ছিলো ব্যবহারকারীদের মাঝে।

 এআই ব্যবহার: ঝুঁকিতে ২৮ শতাংশ মার্কিন কিশোর-কিশোরী

জটিল বিষয়ে জবাব দিতে চিন্তা করবে বেশি

ওপেনএআই তাদের ব্লগ পোস্টে জিপিটি-৫.১ মডেলের বৈশিষ্ট্যগুলো বিস্তারিত জানিয়েছে। এক কথায়, চ্যাটজিপিটি এখন সহজ কাজ দ্রুত সম্পন্ন করবে, ফলে সাধারণ প্রশ্নের উত্তর দ্রুত পাওয়া যাবে। যে সব জটিল কাজের ক্ষেত্রে বেশি চিন্তার প্রয়োজন, পরিস্থিতি বুঝে নিয়ে সেগুলোর উত্তর দিতে আরও মনোযোগ দেবে চ্যাটজিপিটি, এক্ষেত্রে সময়ও একটু বেশি লাগবে।

জিপিটি-৫.১ ইনস্ট্যান্ট এবং থিঙ্কিং উভয় মডেলে আপগ্রেড এসেছে। ইনস্ট্যান্ট মডেল থেকে সাধারণ প্রশ্নের উত্তর পাওয়া যায়। কিন্তু অভিযোগ ছিল, উত্তরগুলো বেশি যান্ত্রিক এবং এতে মানুষের মতো অনুভূতির অভাব রয়েছে। ওপেনএআই বলেছে, একে আরও আন্তরিক, বুদ্ধিমান এবং দক্ষতার সঙ্গে উত্তর দেয়া ও নির্দেশ মানার জন্য টিউন করা হয়েছে।

অপ্রয়োজনীয় শব্দ কম বলবে

জিপিটি-৫.১ এর থিঙ্কিং মডেলেও উন্নতি এসেছে। আগে বিশ্লেষণধর্মী প্রশ্নের উত্তরে অপ্রয়োজনীয় শব্দ বেশি দেখা যেত। কোম্পানিটি বলছে, নতুন মডেলটি সহজ ভাষায় মূল বক্তব্য তুলে ধরার দিকে বেশি গুরুত্ব দেবে।

 ইউটিউবে টেকস্ক্রল

নতুন মডেলে পার্সোনোলাইজেশন টুল আরও উন্নত করা হয়েছে। চ্যাটবটে মোট ৮টি ব্যক্তিত্বের মাঝে পছন্দেরটি বেছে নিতে পারবেন ব্যবহারকারী। এই পছন্দের চরিত্রের মতোই কথা বলবে চ্যাটবটটি। ডিফল্ট মোডেও বদল আনা হয়েছে। লিসেনার ও রোবটস মোডের নতুন নাম রাখা হয়েছে ফ্রেন্ডলি ও এফিশিয়েন্ট। জিপিটি-৫.১ বর্তমানে চ্যাটজিপিটি গো, প্লাস, প্রো এবং বিজনেস গ্রাহকদের জন্য উন্মুক্ত। তবে শিগগির বিনামূল্যের গ্রাহকরাও এটি পেয়ে যাবেন বলে জানিয়েছে ওপেনএআই।

সূত্র: গেজেট থ্রি-সিক্সটি

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন