সরকারের এআইভিত্তিক প্ল্যাটফর্ম
বাংলায় কনটেন্ট বানাতে সাহায্য করবে কাগজ ডট এআই
টেক স্ক্রল
প্রকাশ: ১৫:১৮, ১৬ ডিসেম্বর ২০২৫
উদ্বোধন হলো কাগজ ডট এআই
বাংলা ভাষার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ চালু করেছে সরকার। এছাড়া দাপ্তরিক নথি তৈরি ও প্রকাশনার কাজে ব্যবহারের জন্য উন্মোচন করা হয়েছে নতুন ফন্ট ‘জুলাই’।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে সোমবার এ দুই সেবা সবার জন্য উন্মুক্ত করা হয়। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। রাজধানীর একটি হোটেলে উদ্বোধনীর অনুষ্ঠানে, একটি ভিডিওর মাধ্যমে ‘কাগজ ডট এআই’ ও ‘জুলাই ফন্ট’-এর বৈশিষ্ট্য তুলে ধরেন তিনি। বলেন, বাংলা ভাষায় লেখালেখি, দাপ্তরিক নথি তৈরি, ভাষা প্রক্রিয়াকরণ ও কনটেন্ট তৈরিতে এআইয়ের ব্যবহার নিশ্চিত করবে ‘কাগজ ডট এআই’। আরও বলেন, বাংলা ভাষার ডিজিটাল অগ্রযাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এর আগে বাংলা ভাষার জন্য এমন পূর্ণাঙ্গ এআই প্ল্যাটফর্ম ছিল না।
এখন আরও বেশি মানবিক-বুদ্ধিমান চ্যাটজিপিটি
নতুন বাংলা ফন্ট ‘জুলাই’ তৈরি করা হয়েছে দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক ব্যবহারের কথা মাথায় রেখে। কম্পিউটারনির্ভর বাংলা লেখায় যে প্রযুক্তিগত সীমাবদ্ধতা দীর্ঘদিন ধরে ছিল, তা কাটাতে এই ফন্ট সহায়ক হবে বলে আশা সংশ্লিষ্টদের। ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, দেশের লাইব্রেরিতে থাকা বইগুলোর লেখা সার্চ করা যায় না। বইয়ের এসব লেখাকে কম সময় এবং সহজে ডিজিটাল ফর্মেটে আনার জন্য 'স্পিচ টু টেক্সট' ও 'টেক্সট টু স্পিচ' সুবিধা যুক্ত করেছেন তারা।
সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, বাংলাদেশে ৪২টি কিংবা মতান্তরে ৪০টি ভাষা রয়েছে। এমনও আছে যে, একটি ভাষায় মাত্র ৬ জন মানুষ কথা বলেন। এই প্রকল্প ভাষা সংরক্ষণেও ভূমিকা রাখবে। বাংলা ভাষাকে আরও বড় পরিসরে এগিয়ে নিতে নিজস্ব একটি ইকোসিস্টেম তৈরি করতে চান তারা।
‘কাগজ ডট এআই’ ও ‘জুলাই ফন্ট’ তৈরি হয়েছে কম্পিউটার কাউন্সিলের ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের মাধ্যমে। অনুষ্ঠানে ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, শিগগির কাগজ ডট এআইয়ের সোর্স কোডও উন্মুক্ত করে দেবে সরকার। এতে যে কেউ এই প্ল্যাটফর্মটি নিজের কোম্পানির নামেও ব্যবহার করতে পারবেন।
