ফোনটি দিয়ে টানা ৩ ঘন্টা ৯০ এফপিএস পর্যন্ত কোনও বাধা ছাড়াই গেমপ্লে করা যায়। এর স্মার্ট অপ্টিমাইজেশন সিস্টেম, একই সাথে একাধিক অ্যাপ সচল রাখতেও সাহায্য করে। দেয় ৬০ মাস পর্যন্ত স্মুথ এক্সপেরিয়েন্সের নিশ্চয়তা। ১২ জিবি র্যামের সাথে ১২ জিবি এক্সটেন্ডেড র্যাম এবং ২৫৬ জিবি রম থাকায় বড় কোনো ফাইল, হাই-এন্ড গেম ও এইচডি মুভি বা কনটেন্ট সংরক্ষণে আছে যথেষ্ট স্টোরেজ।