বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

| ৭ কার্তিক ১৪৩২

বাজারে এআই ব্রাউজার

এযাবৎকালের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জে গুগল ক্রোম

প্রকাশ: ১০:০১, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:০২, ২৩ অক্টোবর ২০২৫

এযাবৎকালের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জে গুগল ক্রোম

এযাবৎকালের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জে গুগল ক্রোম

বাজারে নতুন এআই ব্রাউজার

অ্যাটলাস নামে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত নতুন ওয়েব ব্রাউজার উন্মোচন করেছে ওপেনএআই।

ব্রাউজারটি জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটির প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি ওপেনএআই ও গুগলের প্রতিযোগিতাকে আরো তীব্র করবে বলে মনে করছেন অনেক প্রযুক্তি বিশেষজ্ঞ।

অ্যাটলাসকে বেশিরভাগ এআই কোম্পানির ব্যবহৃত প্রচলিত ব্রাউজার অটোমেশন পদ্ধতির ওপর নির্ভর না করে, সরাসরি এআইকে একীভূত করে গুগল ক্রোমের মতো ব্রাউজারকে চ্যালেঞ্জ করার জন্য ডিজাইন করা হয়েছে।

অ্যাপলকে চ্যালেঞ্জে ফেলেছে গ্যালাক্সি এক্সআর হেডসেট

জানা যায়, এআই ব্রাউজার ব্যবহার করে নিজেদের ৮০ কোটি সাপ্তাহিক ব্যবহারকারীর কার্যকলাপের ওপর নজর রাখবে ওপেনএআই। বিশেষ করে ব্যবহারকারীরা কীভাবে ওয়েব ব্রাউজ করছেন ও কি ধরনের তথ্য দেখছেন ইত্যাদি।

এটি ক্রোমিয়াম-ভিত্তিক একটি ব্রাউজার। অ্যাটলাস এখন শুধু ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য উন্মুক্ত করেছে ওপেনএআই। পরবর্তিতে উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েডের জন্যও চালু করার পরিকল্পনা রয়েছে।

ঐতিহ্যবাহী কিওয়ার্ড-ভিত্তিক সার্চের পরিবর্তে এআই-চালিত কথোপকথনভিত্তিক সার্চকে আরো জনপ্রিয় করতে পারে অ্যাটলাস।

অনলাইন ব্যবসায় ধস নামিয়ে স্বাভাবিক হলো অ্যামাজন ক্লাউড

যে সুবিধা মিলবে

অ্যাটলাসের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো স্মৃতিশক্তি। এটি ব্যবহারকারীর অভ্যাস ও পছন্দ দীর্ঘদিন মনে রাখতে পারে। ফলে ব্রাউজারটি সময়ের সঙ্গে ব্যক্তিগত সহকারীর মতোই হয়ে উঠবে। এজেন্ট মোডের মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বিভিন্ন কাজ করতে পারে ব্রাউজারটি। এছাড়া ইনকগনিটো মোড রয়েছে নিরাপদ ব্রাউজিংয়ের জন্য।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন