সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

কর্মীদের সতর্ক করেছেন অল্টম্যান

চ্যাটজিপিটি ব্যবসা কমে গেছে, জরুরি পরিস্থিতি ঘোষণা

টেকস্ত্রল

প্রকাশ: ১৬:০৭, ৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৪:৫৪, ৭ ডিসেম্বর ২০২৫

চ্যাটজিপিটি ব্যবসা কমে গেছে, জরুরি পরিস্থিতি ঘোষণা

চ্যাটজিপিটিতে কোড রেড ঘোষণা

কর্মীদের সতর্ক করেছেন অল্টম্যান

কর্মীদের উদ্দেশ্যে এক মেমোতে অল্টম্যান বলেন, বিজ্ঞাপন, শপিং, স্বাস্থ্য এজেন্ট, ব্যক্তিগত সহকারী ও পালসের মতো কিছু প্রকল্পের কাজ পিছিয়ে দিচ্ছেন তিনি। আপাতত চ্যাটজিপিটিকে উন্নত করতে পূর্ণ মনোযোগ দেয়ার চিন্তায় ওপেন এআই। অ্যাপটিতে আরও দ্রুত ও নির্ভরযোগ্য সেবা, আরও বেশি প্রশ্নের উত্তর দিতে পারবে এমন কিছু ফিচার আনতে চাচ্ছেন অল্টম্যান।

 চিপ ছাড়াই মনের কথা জানতে অল্টম্যানের বিনিয়োগ

এআই প্রতিযোগিতায় এখন প্রতি মুহূর্তে পরিস্থিতি বদলাচ্ছে। এতে চাপ বাড়ছে ওপেনএআইয়ের ওপর। এ পরিস্থিতিকে ‘কোড রেড’ বা জরুরি অবস্থা ঘোষণা করে কর্মীদের উদ্দেশ্যে চ্যাটবটটিকে উন্নত করার অনুরোধ করেছেন স্যাম অল্টম্যান।

অল্টম্যানের এমন পদক্ষেপ থেকে ইঙ্গিত মেলে, একসময় একপ্রকার অপ্রতিরোধ্য হয়ে ওঠা স্টার্টআপটির প্রভাব আস্তে আস্তে কমছে। গুগল ও অ্যানথ্রপিকের মতো প্রতিদ্বন্দ্বীরা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। পিছিয়ে নেই চীনও।

 ভিনদেশী ভাষা না বোঝার দিন শেষ হতে চলেছে

বলা যায়, নতুন এ জরুরি পরিস্থিতি ওপেনএআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক মোড়। ভবিষ্যতে চরম মাত্রায় লাভবান হতে এই কোম্পানি শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে। এই বিনিয়োগ টিকিয়ে রাখতে, প্রতিদ্বন্দ্বীতায় টিকে থাকতে হবে ভালোভাবে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন