রোববার, ০৯ নভেম্বর ২০২৫

| ২৪ কার্তিক ১৪৩২

হতাশ ডিপসিক গবেষকের মন্তব্য

মানুষের করা বেশিরভাগ কাজ দখলে নিতে পারে এআই

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১২:২২, ৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৩:৫১, ৯ নভেম্বর ২০২৫

মানুষের করা বেশিরভাগ কাজ দখলে নিতে পারে এআই

ডিপসিকের জ্যেষ্ঠ গবেষক চেন দেলি

শঙ্কায় খোদ এআই গবেষকরা

এক বছর ধরে পর্দার আড়ালেই ছিলেন চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ডিপসিকের গবেষকরা। এবার আসছেন প্রকাশ্যে। চ্যাটজিপিটি, জেমিনাই, অ্যানথ্রপিকের সঙ্গে প্রতিযোগিতায়, বছরখানেক আগে একপ্রকার হুংকার দিয়েছিলো ডিপসিক। কম খরচে সাধারণ মানুষের কাছে এআই সেবা পৌঁছে দিয়েছিলো এই চ্যাটবট। তবে নিজেদের কাজ নিয়েই হতাশা রয়েছে গবেষকদের মাঝে।

 এআইয়ের কারণে এন্ট্রি লেভেল চাকরিতে অনিশ্চয়তা চরমে পৌঁছাচ্ছে

গেল শুক্রবার প্রথমবারের মতো প্রকাশ্যে হাজির হয়েছেন ডিপসিকের জ্যেষ্ঠ গবেষক চেন দেলি। চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের উঝেন শহরে ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্সে, শীর্ষ ৬টি কোম্পানির সিইওদের সঙ্গে এক মঞ্চে ওঠেন দেলি। সেখানে তিনি বলেন, ভবিষ্যতে মানুষের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে আশাবাদী নন বরং এর প্রভাব খারাপও হতে পারে বলে ধারণা তার।

 বন্ধ করে রাখলেও ঘুমাবে না চ্যাটজিপিটি, সংগ্রহ করবে তথ্য

২০ বছরের মধ্যে প্রায় সব কাজের নিয়ন্ত্রণ নেবে  এআই

এক প্রশ্নের জবাবে দেলি বলেন, স্বল্পমেয়াদে মানুষের জন্য বড় সহায়ক হতে পারে এআই। কারণ, দ্রুত এর উন্নয়ন ঘটছে। তবে তিনি সতর্ক করে বলেন, ৫ থেকে ১০ বছরের মধ্যে এআই এতটাই সক্ষম হবে যে এটি মানুষের অনেক কাজ দখলে নেবে। এতে চাকরি হারানোর ঝুঁকি তৈরি হতে পারে। বিভিন্ন এআই কোম্পানিরও এসব ঝুঁকির বিষয়ে সচেতন থাকা জরুরি।

 এআই নিয়ে ভয়াবহ পরিণতির সতর্কবার্তা জেমস ক্যামেরনের

দেলি আশঙ্কা, আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে মানুষের প্রায় সব ধরনের কাজই নিজের নিয়ন্ত্রণে নিতে পারে এআই। সেসময় সমাজকে বড় এক চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। এ থেকে রক্ষায় ভূমিকা পালন করতে হবে প্রযুক্তি কোম্পানিগুলোকে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন