প্রতিযোগিতা কমিশনের আদেশে বলা হয়, আইন অনুযায়ী প্রতিযোগিতা লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখার বিষয়টি প্রতিযোগিতা কমিশনের এখতিয়ারে পড়ে। এটি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বিষয় নয়। বিটিআরসি টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ভূমিকা পালন করবে, আর প্রতিযোগিতা কমিশন আইন অনুযায়ী বাজার প্রতিযোগিতাবিরোধী প্রভাব দূর করতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।