টপপের সিইও চেনফেই বলেন –আমরা ইতোমধ্যে ৩৫০ কোটি টাকা বিনিয়োগ করেছি। আগামী কয়েক বছরে আরও ২,৫০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা আছে। আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে ১৫ লাখের বেশি গ্রাহককে সেবা দেওয়ার জন্য টপপে কাজ করবে জানিয়ে তিনি আরও বলেন, শুধু মোবাইল ফাইন্যান্সিং নয়, ভবিষ্যতে আমরা আর্থিক সেবা, পেমেন্ট, সামাজিক দায়িত্ব ও দাতব্য কাজেও যুক্ত হবো।