২০২৩ সালের ডিসেম্বরে ঘোষণা দেয়ার পর থেকে জিটিএ সিক্স নিয়ে বিশ্লেষক ও গেমারদের আগ্রহ বেড়েই চলেছে। ভিডিও গেমের বাজার গবেষণায় জড়িত প্রতিষ্ঠান ডিএফসি ইন্টেলিজেন্সের ধারণা, শুধু প্রি-অর্ডার থেকেই গেমটি ১০০ কোটি ডলার আয় করতে পারে। এছাড়া প্রথম বছরে গেমটির আয় ৩০০ কোটি ডলার ছাড়ানোর আশা করছেন অনেকে।